সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ইবোলা ফের ছড়িয়ে পড়েছে আফ্রিকায় , নিহত ১৫০০


প্রকাশিত:
২৬ জুন ২০১৯ ০৭:২৮

আপডেট:
২০ মে ২০২৪ ১১:৩০

ইবোলা ফের ছড়িয়ে পড়েছে আফ্রিকায় , নিহত ১৫০০

ডিআর কঙ্গোতে নতুন করে ইবোলার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর গেল বছরের আগস্ট থেকে এ পর্যন্ত ১৫১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২২ জন স্বাস্থ্যকর্মী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রোগটি কঙ্গোর বাইরে ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর আফ্রিকা টাইমসের।





কঙ্গোর পূর্বাঞ্চলে এই ভাইরাসে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বেশি। রোগটি এখন কঙ্গোর বাইরেও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।



কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত সেখানে ২২৪৭ জন আক্রান্ত হয়েছে। নতুন করে ইবোলায় আক্রান্তদের অর্ধেক কঙ্গোর নর্থ কিভু অঞ্চলের বেনি শহরের বাসিন্দা। শহরটিতে ৮ লাখ লোক বসবাস করে।



আরও পড়ুনঃ নাস্তিকের সংখ্যা বাড়ছে আরব দেশগুলোতে: জরিপ



উল্লেখ্য, কঙ্গোতে প্রথম ইবোলা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে ১৯৭৬ সালে। সর্বশেষ গেল আগস্টে দশমবারের মতো দেশটিতে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top