যুক্তরাষ্ট্রে আবারো বন্দুকধারীর গুলি, নিহত ১০


প্রকাশিত:
৫ আগস্ট ২০১৯ ০৩:৫৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২১:০৮

যুক্তরাষ্ট্রে আবারো বন্দুকধারীর গুলি, নিহত ১০

প্রভাত ফেরী ডেস্ক: টেক্সাসে ওয়ালমার্টের বিপণিবিতানে বন্দুকধারীর গুলিতে ২২ জনের প্রাণহানির কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের ওহাইওতে আবারো একই ধরনের হামলা হয়েছে। রবিবার ভোরে ওহাইয়ো অঙ্গরাজ্যের দায়টোন শহরে এই হামলায় অন্তত দশ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে ডেটন পুলিশের এসিসট্যান্ট চিফ লেফটেন্যান্ট কর্নেল ম্যাট কারপার। তবে হামলাকারীর বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি। তবে তিনি নিশ্চিত করেছেন, পুলিশের গুলিতে ঐই বন্দুকধারী নিহত হয়েছেন।



দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে ওই বন্দুক হামলার পর পুলিশ ই-ফিফথ স্ট্রিট এবং ওয়েইন এভিনিউয়ের আশপাশের এলাকা ঘিরে ফেলে। এফবিআইর সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন, জরুরি সেবার গাড়িগুলোও সেখানে অবস্থান নিয়েছে।



ডেটনের ই-ফিফথ স্ট্রিটে নেড পেপারস নামের একটি পানশালার বাইরে রাস্তায় বেশ কয়েকটি গুলির শব্দের পর আতঙ্কিত লোকজনকে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা গেছে সামাজিক যোগযোগ মাধ্যমে আসা কয়েকটি ভিডিওতে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রাত ১টার দিকে ওই বন্দুক হামলার পর নিরাপত্তার স্বার্থে পুলিশ ই৫ স্ট্রিট এবং ওয়েইন এভিনিউয়ের আশপাশে মানুষদেরকে নিরাপদে সরিয়ে নিয়েছেন।



উল্লেখ্য, এই হামলার পূর্বে যুক্তরাষ্ট্রে টেক্সাসের এলপাসো শহরে ওয়ালমার্টের একটি দোকানে শনিবার সকালে ২১ বছর বয়সী শ্বেতাঙ্গ প্যাট্রিক ক্রুসিয়াসের এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ২২ নিহত এবং আরও ২৬ জন আহত হয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top