কাশ্মির নিয়ে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক
প্রকাশিত:
১৭ আগস্ট ২০১৯ ০৪:১৯
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২০:২৫

প্রভাত ফেরী ডেস্ক: পাকিস্তানের বিশেষ অনুরোধ ও চীনের সমর্থনে কাশ্মিরের চলমান সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। আজ নিউইয়র্ক সময় সকাল ১০টায় কাশ্মির সংকট নিয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। যেখানে কাশ্মিরের সম্প্রতি পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন বিশ্বনেতারা।
বৈঠকের ব্যাপারে ইউএনএসসি প্রেসিডেন্ট জোয়ানা রোনেকা বলেন, খুব সম্ভবত ১৬ আগস্ট ইউএনএসসি জম্মু-কাশ্মির নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে। বিশেষ কারণে পরিষদ বৃহস্পতিবার বৈঠকে বসতে না পারায় এটি শুক্রবার অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বর্তমানে ইউএনএসসির সভাপতির দায়িত্বে রয়েছে পোল্যান্ড। ১৫ সদস্যের অংশগ্রহণে পোল্যান্ড ওই বৈঠক পরিচালনা করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যগুলো।
এদিকে কাশ্মিরের চলমান সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) বৈঠক ডাকায় ভারত চিন্তিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। বৃহস্পতিবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নিরাপত্তা পরিষদের বৈঠকের খবর পাওয়ার পর থেকেই ভারত চিন্তিত হয়ে পড়েছে। এখন তারা বৈঠকটি বানচালের চেষ্টা করছে।
কাশ্মির নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের বিষয়টিকে নিজেদের কূটনৈতিক সফলতা হিসেবে দেখছে পাকিস্তান। মাহমুদ কোরেশি বলেন, কূটনৈতিকভাবে এটি আমাদের জন্য বড় বিজয়। এখন ভালোভাবে কাশ্মির ইস্যুটি নিরাপত্তা পরিষদে উপস্থাপন করে এটি চালিয়ে যেতে হবে। ইতোমধ্যে ভারত বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।
উল্লেখ্য, বছরের পর বছর ধরে কাশ্মির নিয়ে বিতর্ক হচ্ছে। ভারত এবং পাকিস্তান অনেক আগে থেকেই কাশ্মিরের অধিকার দাবি করে আসছে। গত ৫ আগস্ট ভারত সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নিলে তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। কাশ্মির প্রশ্নে ভারতের পদক্ষেপকে দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করা হচ্ছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: