ইরাকে কারবালায় বোমা হামলা: নিহত ১২
প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪১
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:২৯

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে কারবালার কাছে একটি বাসে বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৬ জন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে এ বিস্ফোরণটি হয়। এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, শুক্রবার কারবালা শহরের প্রবেশপথে বাসের ভেতরে বোমাটি রেখে তা বিস্ফোরণ করা হয়।বিস্ফোরণের সময় বাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় অন্তত ১২ জন। আর আহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ইরাকের দক্ষিণাঞ্চল থেকে চলে যাওয়ার পর শিয়া অধ্যুষিত এলাকাটিতে এই ধরনের বিস্ফোরণের ঘটনা বিরল বলে ধারণা করেছেন বিশ্লেষকরা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: