চীনে ভয়াবহ বাস দূর্ঘটনায় নিহত ৩৬, আহত ২৯


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:৩২

চীনে ভয়াবহ বাস দূর্ঘটনায় নিহত ৩৬, আহত ২৯

প্রভাত ফেরী ডেস্ক: চীনের পূর্বাঞ্চলে একটি বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন আরো ২৯ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার দেশটির কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শনিবার সকালে ওই দুর্ঘটনাটি ঘটে। খবর এএফপির।



জানা গেছে, দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৬৯ জন যাত্রী ছিল। চীনের পূর্বাঞ্চলীয় জিয়ানসু প্রদেশের একটি সড়কে বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ বাধে। ধারণা করা হচ্ছে, বাসের চাকা পাংচার হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।



সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা চীনে সাধারণ ঘটনায় রূপ নিয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, শুধুমাত্র ২০১৫ সালেই দেশটিতে ৫৮ হাজার লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানোর ফলে সৃষ্ট দুর্ঘটনায় অধিকাংশের প্রাণ গেছে। পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ট্রাফিক আইন অমান্য করার কারণেই দেশটিতে ৯০ শতাংশ দুর্ঘটনা ঘটছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top