আলোচনার কথা বলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো উত্তর কোরিয়ার
প্রকাশিত:
২ অক্টোবর ২০১৯ ২১:৩৩
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:৩৮

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: মাত্র একদিন আগেই উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে যাচ্ছে। আলোচনার কথা নিশ্চিত করার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, ওনসান থেকে নিক্ষেপিত এই ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে পতিত হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এবং জাপানের কর্মকর্তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার উত্তর কোরিয়া জানায়, আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা আবার শুরু করবে। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সাক্ষাতের পর এই প্রথম দু’দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এক বিবৃতিতে জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া সম্ভবত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সাগরে থাকা বিভিন্ন জাহাজকে সতর্ক থাকতে বলা হয়েছে। জাপান সরকারের মুখপাত্র ইয়োসিহাইড সুগা বলেন, কয়েক মিনিটের ব্যবধানে উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) পড়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, উত্তর কোরিয়া নিজের সামরিক শক্তির জানান দিতে এবং আমেরিকার সঙ্গে আসন্ন আলোচনায় কঠিন দর কষাকষি করতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেইসঙ্গে পিয়ংইয়ং একথাও জানিয়ে রাখতে চায়, সংলাপে তার দাবি পূরণ করা না হলে উত্তেজনার মাত্রা তুঙ্গে নিয়ে যাওয়ার ক্ষমতা তার রয়েছে।
দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইয়োনহাপ নিউজ এজেন্সিকে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, উৎক্ষেপিত ব্যালেস্টিক মিসাইলটি সাবমেরিন থেকে ছোঁড়ার সম্ভাবনা বেশি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: