যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৭
প্রকাশিত:
৩ অক্টোবর ২০১৯ ২০:৪১
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:২৯

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৯ জন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ওই বোমারু বিমানটিতে যাত্রী এবং ক্রু সদস্যসহ ১৩ জন আরোহী ছিল।
সিএনএন জানায়, ব্রাডলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯.৪৫ মিনিটে উড্ডয়ন করে বোমারু বিমানটি। উড্ডয়ন হওয়ার ১০ মিনিট পরেই কন্ট্রোল রুমকে জানানো হয় যে, তারা কিছু সমস্যায় পড়েছেন। এরপরেই বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
নিহতদের সবাইকে এখনও শনাক্ত করা না যাওয়ায় তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। স্টেট পুলিশ কমিশনার জেমস রোভেলা সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত তিনজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা গেছে।
তিনি আরও বলেন, আগুনে দগ্ধ হতাহত লোকজনকে শনাক্ত করা খুব কঠিন কাজ। এ বিষয়ে আমরা কোনো ভুল করতে চাই না। বিমানবন্দরে তদারকির কাজ করেন এমন এক কর্মকর্তাও ওই দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
বোয়িং বি-১৭ বোমারু বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি এবং জাপান বাহিনীর বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: