সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


সিরিয়া অভিযানে রাসায়নিক ব্যবহার, তদন্ত করবে জাতিসংঘ


প্রকাশিত:
২০ অক্টোবর ২০১৯ ০৫:০৫

আপডেট:
৩ মে ২০২৪ ১৫:০১

সিরিয়া অভিযানে রাসায়নিক ব্যবহার, তদন্ত করবে জাতিসংঘ

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের অভিযানে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়ে থাকতে পারে বলে অভিযোগ তুলেছে কুর্দিস রেড ক্রিসেন্ট। ওই অঞ্চলে তুরস্ক তাদের সমর্থিত বাহিনীগুলোর সঙ্গে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) সংঘাতের সময়ে বেসামরিক মানুষ রাসায়নিক অস্ত্রে আক্রান্ত হয়ে থাকতে পারে অভিযোগ করেছে সংস্থাটি। একজন ব্রিটিশ বিশেষজ্ঞ গার্ডিয়ানকে ইঙ্গিত দিয়েছেন, অভিযানে আক্রান্ত ব্যক্তির শরীরে বিষাক্ত ফসফরাসের আলামত মিলেছে।



 তুরস্কের ওই অভিযানে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রথম সামনে আনে মার্কিন সংবাদমাধ্যম ফরেন পলিসি। কুর্দিস রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে বলা হয়, তুর্কি অভিযানে ছয় ব্যক্তিঅজ্ঞাত অস্ত্রেআক্রান্ত হয়েছে। ওই ঘটনা তদন্তের কথা জানায় সংস্থাটি।



জাতিসংঘের তদন্ত: সিরিয়া অভিযানে তুরস্কের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পরিদর্শকেরা। শুক্রবার সকালে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা ওপিসিডব্লিউ জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পর তারা সম্ভাব্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন। বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে তুরস্ক।



টাইমস অব লন্ডনের খবরে বলা হয়, সংঘাত কবলিত রাস আল আইন শহরের কাছে তাল তামির শহরের এক হাসপাতালে ১৩ বছর বয়সী এক ছেলে শিশু মারাত্মক রকম পুড়ে গেছে। এতে মনে হচ্ছে বিতর্কিত রাসায়নিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর কোনও কিছুতে পুড়ে গেছে সে। কুর্দিস রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, ওই শিশুটি সেকেন্ড থার্ড ডিগ্রি পর্যন্ত পুড়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top