সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


চিলিতে দাঙ্গা-সহিংসতা, রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা


প্রকাশিত:
২০ অক্টোবর ২০১৯ ২১:৪৪

আপডেট:
৩ মে ২০২৪ ১৬:৫১

চিলিতে দাঙ্গা-সহিংসতা, রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা

প্রভাত ফেরীআন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ চিলিতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে। সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে অংশ নেয়া লোকজনের সঙ্গে শনিবার দ্বিতীয় দিনের মতো নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটেছে। 



মেট্রোরেলের টিকিটের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভের মুখে চিলির রাজধানী সান্তিয়াগোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।রোববার কারফিউ জারি করেছে সানতিয়াগো কর্তৃপক্ষ। বিক্ষোভকারীরা বাস, মেট্রো স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে এবং দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কারফিউ জারি করা হয়েছে। সানতিয়াগো শহরে প্রায় ৭০ লাখ মানুষ বাস করে।



পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করা হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। লাতিন আমেরিকার স্থিতিশীল দেশগুলোর মধ্যে অন্যতম চিলি। কিন্তু সাম্প্রতিক সময়ে সেখানে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে।



বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের বেশিরভাগই স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার গভীর রাত পর্যন্ত  তারা সেখানকার বেশিরভাগ পাতাল রেল স্টেশন অবরোধ করে রাখে, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে যানবাহন না পেয়ে বিপদে পড়েন সেখানকার হাজার হাজার যাত্রী। 



টেলিভিশনে প্রচারিত খবরে দেখা যায়, বিক্ষোভকারীরা পাথর ছুড়ে মারছে এবং পুলিশের গাড়ি ভাংচুর করছে। এছাড় একটি বাসে আগুন দিতেও দেখা যায় তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দাঙ্গাপুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাস ছুড়ে মারে।



চিলির যে অঞ্চলে এই অস্থিরতা দেখা দিয়েছে সেই শহর ল্যাটিন আমেরিকার সবচেয়ে ধনবান শহর হলেও অনেক ক্ষেত্রে বৈষম্য রয়েছে। ৬০ লাখ লোকের বসবাসের ওই শহরে জীবনযাত্রার মান দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top