ব্রিটেনে ট্রাকের কন্টেইনারে ৩৯ জন মানুষের মৃতদেহ উদ্ধার


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০১৯ ০২:২০

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০১:১৫

ব্রিটেনে ট্রাকের কন্টেইনারে ৩৯ জন মানুষের মৃতদেহ উদ্ধার

প্রভাত ফেরী রিপোর্ট : গতকাল বুধবার ২৩ অক্টোবর ২০১৯ তারিখে ব্রিটেনের স্থানীয় সময় রাত ১.৩০ এর দিকে লন্ডনের উপকণ্ঠে অবস্থিত এসেক্সের ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামের একটি বাণিজ্যিক এলাকায় পার্ক করা ট্রাকের কন্টেইনারে তল্লাশি চালিয়ে পুলিশ ৩৯ জন মানুষের মৃতদেহ উদ্ধার করেছে।





এখন পর্যন্ত ব্রিটিশ পুলিশ নিহত মানুষদের পরিচয় প্রকাশ না করলেও জানা গিয়েছে নিহত ৩৯ জনের মাঝে একজন শিশু রয়েছে। বাকীরা বিভিন্ন জাতীয়তার নারী পুরুষ। তারা ইউরোপের বিভিন্ন রুটের মাধ্যমে পথ পাড়ি দিয়ে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের জন্যই এই ট্রাকে ভ্রমণ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। মানবপাচার চক্রের অপরাধমূলক কর্মকান্ডের শিকার হয়ে একসাথে এতো বিপুল সংখ্যক মানুষের করুণ মৃত্যু পুরো বিশ্বজুড়ে প্রধান সংবাদ শিরোনাম হয়ে উঠেছে।



এসেক্স পুলিশের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সিসিটিভি রেকর্ড এবং বন্দরের রেকর্ড যাচাই করে তারা দেখতে পেয়েছে রেফ্রিজারেটেড কন্টেইনার বহন করা লরি  ট্রাকটি বেলজিয়ামের জিব্রুগ শহর থেকে যাত্রা শুরু করে ফেরীতে করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এসেক্সে পৌছায়। ফেরীটি থুরোক বন্দরে রাত সাড়ে বারোটায় পৌছানোর পর ট্রাকটি বের হয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিরব স্থানে এসে থামে।



এসময় গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে এতো বিপুল সংখ্যক মানুষের মৃতদেহ পেয়ে হতবাক হয়ে যায়।





পুলিশ সুত্রে জানা যায়, ট্রাকটি মূলত বুলগেরিয়ার উপকূলীয় শহর ভার্নায় বসবাসকারী একজন আইরিশ নাগরিকের একটি কোম্পানীর অধীনে নিবন্ধিত। পুলিশ ইতিমধ্যেই ট্রাকটির ড্রাইভার ২৫ বছর বয়সী আইরিশ নাগরিক মো রবিনসনকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রের মতে, ট্রাকের পেছনে বহন করা বিশাল লরিটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং তাপমাত্রা মাইনাস পঁচিশ ডিগ্রির নিচেও নামিয়ে আনা যায় যান্ত্রিক নিয়ন্ত্রণের মাধ্যমে। অতিরিক্ত ঠান্ডা কিংব অক্সিজেন সরবরাহ প্রক্রিয়ায় গোলযোগের ফলে একটানা কয়েকদিনের ভ্রমণের যে কোন সময়ে রেফ্রিজারেটেড কন্টেইনারটিতে থাকা ৩৯ জন মানুষ করুণভাবে মৃত্যুবরণ করেছে। ব্রিটেনের ইতিহাসে অন্যতম বিপুল সংখ্যক হত্যাকান্ডের একটি এই ঘটনায় দায়ী বিভিন্ন অর্গানাইজড ক্রাইম গ্রুপ এবং হিউম্যান ট্রাফিকিং চক্রের অপরাধীদেরকে সনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top