আইএস প্রধান বাগদাদি মার্কিন অভিযানে নিহত


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০১৯ ২২:৪৬

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০১:০৮

আইএস প্রধান বাগদাদি মার্কিন অভিযানে নিহত

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকল আল বাগদাদির গোপন আস্তানায় অভিযান চালিয়েছে তাকে হত্যা করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।



মার্কিন এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।



সিএনএন বলছে, তারা বিশ্বাস করছে মার্কিন অভিযানে বাগদাদি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি টুইট বার্তাও সেই ইঙ্গিত দিচ্ছে। এর আগে ট্রাম্প তার টুইট বার্তায় বলেছেন, ‘এইমাত্র বিশাল বড় কিছু একটা ঘটে গেছে।’ তিনি এ নিয়ে শিগগিরই ঘোষণা দিতে যাচ্ছেন।



সিরিয়ায় একটি গোপন আস্তানায় বাগদাদি লুকিয়ে ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন আইএস নেতা বাগদাদির অবস্থান শনাক্তের কাজটি করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। তারপর সেখানে অভিযান চালানো হয়।



মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদির গোপন আস্তানায় যখন মার্কিন বাহিনী অভিযান চালায় তখন তিনি তার শরীরের বিস্ফোরক ভর্তি বেল্ট পড়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, সেটির বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে আত্মহত্যা করেছে আইএস নেতা আবু বকর আল বাগদাদি।



অভিযানে নিহত বাগদাদি বলে সন্দেহ করা সেই ব্যক্তির মৃতদেহ মার্কিন বাহিনীর হাতে রয়েছে। তবে মৃতদেহের ডিএনএ ও বায়োমেট্রিক পরীক্ষার পর তা বাগদাদির বলে নিশ্চিত করবে মার্কিন প্রশাসন। এ কারণে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।



এর আগেও একাধিকবার বাগদাদিকে হত্যার দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে তার কিছুদিন পরে তিনি মারা যাননি বলে খবর পাওয়া যায়। তবে এবারের দাবিটি আগের তুলনায় অনেক জোরালো বলে মনে করা হচ্ছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি টুইট বার্তাও সেই ইঙ্গিত দিচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top