রেফ্রিজারেটর ট্রাক থেকে বেলজিয়ামে ১২ শরণার্থী উদ্ধার
 প্রকাশিত: 
 ৩১ অক্টোবর ২০১৯ ২৩:২৮
 আপডেট:
 ২৮ অক্টোবর ২০২৫ ০৪:৫০
 
                                প্রভাত ফেরী ডেস্ক:  কত না অভিনব কায়দায় মানবপাচার করা হয়। এমনকি মানবপাচারকারীরা অসহায় মানুষের জীবনের ঝুঁকির পরোয়া পর্যন্ত করে না। বেলজিয়াম পুলিশ এরকম ১২ শরণার্থীকে একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে।
ট্রাকটির চালকের সচেতনতায় বেঁচে গেছে ওই ১২ শরণার্থীর প্রাণ। তারা সিরিয়া ও সুদানের নাগরিক। এদের মধ্যে ১১ জনই সিরিয়ার নাগরিক এবং বাকি একজন সুদানের নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই পুরুষ। পুলিশ জানিয়েছে, ফল এবং শাক-সবজির একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে ওই অভিবাসীদের উদ্ধার করা হয়।
গত সপ্তাহে পূর্ব লন্ডনেও একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনা তদন্ত করছে পুলিশ। নিহতদের মধ্যে বেশিরভাগই ভিয়েতনামের নাগরিক।
বেলজিয়াম ফেডারেল পুলিশের এক মুখপাত্র জানান, দেশটির উত্তরাঞ্চলে নগরী অ্যান্টওয়ার্পের একটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে তারা ওই শরণার্থীদের উদ্ধার করেন। ট্রাকটিতে ফল ও সবজি পরিবহন করা হচ্ছিল।
তিনি আরো জানান, ওই অভিবাসীরা সবাই সুস্থ আছেন। ওই রেফ্রিজারেটর ট্রাকের চালক যখন ট্রাক চালাচ্ছিলেন তখন তার সন্দেহ হচ্ছিল। পরে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ওই অভিবাসীরা কিভাবে ওই ট্রাকের ভেতর ঢুকল এবং তারা বেলজিয়াম থেকে ব্রিটেনের দিকে যাওয়ার চেষ্টা করছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: