১৫ মাস পর উন্মুক্ত হলো সেই থাই গুহাটি
প্রকাশিত:
৩ নভেম্বর ২০১৯ ০৩:১৪
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০১:৩১

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৫ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত হলো থাইল্যান্ডের ‘থাম লুয়াং নায় নন’ নামক গুহাটি। গত বছর ২৩ জুন গুহাটির ভেতর ১২ জন শিশু কিশোর এবং তাদের কোচ আটকা পড়েছিল।
শুক্রবার এটি খুলে দেয়ার পর হাজারো পর্যটক লাইনে দাঁড়ান গুহাটিতে প্রবেশের জন্য।
১৫ মাস আগে ভেতরে ঢুকে কিশোর ফুটবলারদের ওই দলটি গুহায় আটকা পড়ার পর বিশ্বজুড়ে তা সাড়া ফেলেছিল। তবে তাদেরকে ১৭ দিন পর ৯০ জন ডুবুরির সহায়তায় উদ্ধার করা হয়েছিল।
সূত্র- বিবিসি
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: