মালিতে সংঘর্ষে ২৪ সেনাসহ নিহত ৪১
প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৯ ০৫:৫১
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০১:৩১

প্রভাত ফেরী ডেস্ক: মালির পূর্বাঞ্চলে অভিযান চালানোর সময় ব্যাপক সংঘর্ষে ২৪ সেনা নিহত হয়েছেন। মালি ও নাইজার সীমান্তে দু'দেশের সেনাবাহিনীর যৌথ অভিযানের সময় ওই হামলার ঘটনা ঘটে। এএফপি।
মালির সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, নাইজারের তিলোয়া এলাকায় ১৭ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া সন্দেহভাজন আরও ১০০ জনকে আটক করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ওই সূত্র জানায়, মালির উত্তর-পূর্বাঞ্চলীয় তাবানকোর্ট শহরের কাছে একটি টহল দল সোমবার হামলার শিকার হওয়ায় মালি ও নাইজার বাহিনী সেখানে যৌথ অভিযান চালায়।
সামরিক সূত্র জানায়, এ অভিযানে মোট ২৪ সৈন্য নিহত ও ২৯ জন আহত হয়। অপরদিকে অভিযানে ১৭ জিহাদি নিহত হন। এসময় সেনাবাহিনী শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করে।
এক টুইটার একাউন্টে মালির সেনাবাহিনী অনেকগুলো অগ্নিদগ্ধ মোটরসাইকেলের ছবি পোস্ট করে ঘটনার সময় ৭০টি মোটরসাইকেল ধ্বংস হয়েছে বলে জানিয়েছে।
চলতি মাসের প্রথমদিকে অপর একটি হামলায় মালি সেনাবাহিনীর ৫৪ জন সৈন্য নিহত হয়েছিল, গত এক দশকের মধ্যে যা অন্যতম প্রাণঘাতী হামলা ছিল।
বিবৃতিতে বলা হয়, গ্রেফতারকৃতরা নাইজার সৈন্যদের কাছে বন্দী রয়েছে। এর আগের এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, ফরাসি ও নাইজার বাহিনী পাল্টা অভিযানে অংশ নিয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: