সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ভারতের দিল্লিতে ভয়াবহ অগ্নিকান্ড, নিহত ৪৩


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০১৯ ২১:৪৩

আপডেট:
১০ ডিসেম্বর ২০১৯ ০০:২৮

ছবি: এনডিটিভি

প্রভাত ফেরী ডেস্ক: ভারতের রাজধানী শহর দিল্লির একটি কারখানায় আগুন লেগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই কারখানাটির শ্রমিক। এতে আহত হয়ে আরো বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে মধ্য দিল্লির ঘনবসতিপূর্ণ রাণী ঝাঁসি সড়কের আনাজ মন্ডি এলাকায় এই ঘটনা ঘটে। এসময় কারখানার শ্রমিকরা ভেতরে ঘুমাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালচ্ছে। এখন পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ভেতরে আরও অনেকেই আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।এখনো উদ্ধার তৎপরতা চলছে।

তবে আগুনের উৎস বা কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। তবে এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিসের অন্তত ৩০টি গাড়ি দেখা গেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top