সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


সকল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে চার বছর নিষিদ্ধ রাশিয়া


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০১৯ ২১:২৮

আপডেট:
১১ ডিসেম্বর ২০১৯ ২২:৫০

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: ডোপ পাপে সব ধরনের বৈশ্বিক ক্রীড়া থেকে রাশিয়াকে চার বছর নিষিদ্ধ করেছে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা)। সোমবার সুইজারল্যান্ডের লুসানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দফতরে বিশেষ সভায় সংস্থাটির কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে ২০২০ টোকিও অলিম্পিক এবং ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপেও অংশ নিতে পারবে না দেশটি।

বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) সোমবার (৯ ডিসেম্বর) এই সিদ্ধান্ত জানায়। সুইজারল্যান্ডে ওয়াডার কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে ২০২০ টোকিও অলিম্পিক এবং ২০২২ কাতার ফুটবলে অংশ নিতে পারবে না রাশিয়া।

২০১৯ সালে জানুয়ারির তদন্তে ডোপিংয়ের নমুনা নিয়ে কারসাজি করার অভিযোগ উঠেছিল রাশিয়ার বিপক্ষে। আজ সোমবার সুইজারল্যান্ডের লজানে ওয়াডার কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে দেশটিকে চার বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

অবশ্য নিষেধাজ্ঞার মধ্যেই ২০২০ সালের ইউরো কাপে অংশ নিতে পারবে রাশিয়া। কারণ ওয়াডা'র ‘আন্তর্জাতিক বড় আসর’ হিসেবে ইউরো কাপকে বিবেচনা করা হয় না।

ওয়াডা জানিয়েছে, রুশাডা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ২১ দিনের মধ্যে আপিল করতে পারবে। যদি সেটা করে, তাহলে আপিলটি চলে যাবে বিশ্ব ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস)। ওয়াডা প্রেসিডেন্ট স্যার ক্রেইগ রিডি বলেছেন, ‘ডোপিংয়ের কারণে দীর্ঘদিন ধরে খেলার পরিচ্ছন্নতা নষ্ট করেছে রাশিয়া। অ্যাথলেটদের জন্য বৈশ্বিক অ্যান্টি ডোপিং কমিউনিটিতে পুনরায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছিল তারা। কিন্তু খারাপ পথই বেছে নিয়েছে তারা। এতে ওয়াডা বাধ্য হয়েছে কঠোর অবস্থানে যেতে।’

২০১৫ সাল থেকে দেশ হিসেবে অ্যাথলেটিকসে নিষিদ্ধ রাশিয়া। ২০১৮ সালে পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকে নিরপেক্ষ পতাকাতলে অংশ নিয়েছিল ১৬৮ জন রুশ অ্যাথলেট। ২০১৪ সালে সোচিতে শীতকালীন অলিম্পিকের পর থেকে নিষিদ্ধ হয় রাশিয়া। ওই আসরে ৩৩টি পদক জিতে শীর্ষে ছিল স্বাগতিকরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top