সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


অস্ট্রিয়াতে বন্ধ করে দেওয়া হচ্ছে ৪০টি মসজিদ


প্রকাশিত:
৮ জুন ২০১৮ ১৩:১৫

আপডেট:
২০ মে ২০২৪ ২১:৩১

অস্ট্রিয়াতে বন্ধ  করে দেওয়া হচ্ছে ৪০টি মসজিদ

অস্ট্রিয়ার সাতটি মসজিদ বন্ধ এবং এই মসজিদগুলোতে নিযুক্ত ৪০ জন ইমামকে বরখাস্তের ঘোষণা দিয়েছে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুরজ। শুক্রবার তিনি এই ঘোষণা দেন।



দেশটির ভাইস চ্যাঞ্চেলর হেনজ-ক্রিশ্চিয়ান স্ট্রাচ ও ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রী গর্নট ব্লুমেলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে কুরজ বলেন, এই পদক্ষেপটি 'রাজনৈতিক ইসলাম' এর বিরুদ্ধে একটি পদক্ষেপের অংশ হিসেবে এটি করা হয়েছে। খবর রয়টার্স ও আনাদুলু এজেন্সির।



ভাইস চ্যাঞ্চেলর বলেন, বিভিন্ন মসজিদ এবং সংস্থার বিরুদ্ধে তদন্ত পরিচালনা করেছে সংস্কৃতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্তের ভিত্তিতে সাতটি মসজিদ নিষিদ্ধ করা হয়েছে। তাদের মধ্যে একটি সংস্থা হলো তুর্কিশ-ইসলামিক সাংস্কৃতিক অ্যাসোসিয়েশন (এটিআইবি)। এছাড়া যেসব ইমামদের বরখাস্ত করা হয়েছে তারা বিদেশি তহবিল থেকে অর্থ পেতেন।



 



এর আগে অন্য মন্ত্রণালয়ে থাকাকালীন ইসলামের ওপর কঠোর আইন পাস করেন। এছাড়া ধর্মীয় ক্ষেত্রে বিদেশি তহবিলকে নিষিদ্ধ করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top