টেক্সাসে গির্জায় গোলাগুলি, নিহত ৩


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০১৯ ২৩:২৮

আপডেট:
৩১ ডিসেম্বর ২০১৯ ০০:৫৪

ছবি: রয়টার্স থেকে সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি গির্জায় ২ জন নিহত হয়েছেন। পরে গির্জার এক সশস্ত্র সদস্যের গুলিতে হামলাকারীও প্রাণ হারান।

রোববার স্থানীয় সময় সকালে হোয়াইট সেটেলমেন্টের ক্রিস্ট এলাকার ওয়েস্ট ফ্রিওয়ে গির্জায় প্রার্থনা চলাকালে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করে ওই হামলাকারী। বিবিসি।

পুলিশ জানায়, হামলাকারী প্রার্থনারত লোকজনের মাঝখান থেকে হঠাৎ উঠে দাঁড়িয়ে গুলি চালাতে শুরু করেন। কী কারণে ওই হামলা চালানো হয়েছে তারা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সময় রোববার সকাল ১১টা ৫০ মিনিটে গির্জায় প্রার্থনার সময় ওই হামলার ঘটনা ঘটে।

গির্জায় গোলাগুলির ঘটনায় দু'জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট ওই গোলাগুলির ঘটনাকে সহিংস ঘটনা বলে উল্লেখ করেছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top