সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


পর্নের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে সিউলের রাস্তায় ৩০ হাজার নারী


প্রকাশিত:
১১ জুন ২০১৮ ০২:৫৮

আপডেট:
২০ মে ২০২৪ ২২:৩৫

পর্নের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে সিউলের রাস্তায় ৩০ হাজার নারী

পর্নের বিরুদ্ধে প্রতিবাদে জানাতে সিউলের রাস্তায় নেমেছে দক্ষিণ কোরিয়ার  ৩০ হাজার নারী। দেশটিতে পর্ন ব্যবসায়ীদের দাপটে বিষিয়ে উঠেছে নারীদের জীবন। ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। কেউ জানে না কোথায় বসানো হয়েছে গোপন ক্যামেরা। টয়লেট থেকে শুরু করে পাবলিক যানবাহন সর্বত্রই পর্ন ব্যবসায়ীরা গোপনে ক্যামেরা পেতে রেখেছেন। এরই প্রতিবাদে ১০ জুন রোববার রাস্তায় নেমে বিক্ষোভ জানায় নারীরা। খবর প্রেসটিভি, আরটি, কোরিয়ান এক্সপোস।



 



দক্ষিণ কোরিয়ার  গণমাধ্যম বলেছে, দেশটির ইতিহাসে নারীদের এতো বিশাল বিক্ষোভ ও সমাবেশ আর কখনও হয়নি।



 



 



বিক্ষোভকারীরা বলেছেন, তারা রাস্তাঘাটে কোথাও নিরাপদ অনুভব করতে পারেন না। সর্বত্রই গোপন ক্যামেরার ভয়ে থাকতে হয়। কিন্তু পুলিশ এসব অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। পর্ন ব্যবসার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।



 



ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণের সঙ্গে জড়িতদের পাশাপাশি যারা তা ডাউনলোড করেন এবং দেখেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন নারী বিক্ষোভকারীরা। তারা বলছেন, অনেক নারীই টয়লেটে যাওয়ার সময় নানা উপায়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন সেখানে ক্যামেরা বসানো আছে কিনা। কিন্তু এরপরও ক্যামেরা বিষাক্ত ছোবল থেকে পুরোপুরি মুক্ত হতে পারছেন না। গোপনে ধারণকৃত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তারা বিপুল অংকের অর্থ আয় করছে। 



 



হাউন জুং নামের একজন প্রতিবাদী মহিলা বলেছেন, দক্ষিণ কোরিয়ায় এখন গোপন ক্যামেরা বসানো সিগারেটের প্যাকেট, চাবির রিং, পানির বোতল ও চশমা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর ফলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ধরনের পণ্য বিক্রি বন্ধ করতে হবে


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top