সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


নারীর দিকে তাকালে ৬ মাস কারাদণ্ড


প্রকাশিত:
১১ জুন ২০১৮ ০৫:৫২

আপডেট:
২০ মে ২০২৪ ২৩:০৭

নারীর দিকে তাকালে ৬ মাস কারাদণ্ড

নারীদের দিকে যারা কুদৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তাদের শাস্তির ব্যবস্থা করেছে কলকাতার হাইকোর্ট।



আদালতের নির্দেশনা অনুযায়ী, কোনো পুরুষ কোনো নারীর দিকে কুদৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলে সেটাকে অপরাধ হিসেবে গণ্য হবে।



এ অপরাধের জন্য ৬ মাসের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া নারীর পোশাক ধরে টানা বা খুলে দেয়ার ক্ষেত্রে সর্বনিম্ন ৩ বছর এবং সর্বোচ্চ ৭ বছর সাজা হতে পারে।



তবে এজন্য নির্যাতিতা নারীকে থানায় গিয়ে অভিযোগ করতে হবে। নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, কোনো নারী অভিযোগ করলে তাকে গ্রেফতার করতে হবে।



তবে এটি জামিনযোগ্য অপরাধ হওয়ায় থানা থেকে জামিন পাওয়ার বিধান রয়েছে। কিন্তু আদালতে দোষ প্রমান হলে শাস্তি হবে।



কলকাতা হাইকোর্টের আইনজীবী অর্ক কুমার নাগ বলেন, দীর্ঘক্ষণ কোনও নারীর দিকে একজন পুরুষের তাকিয়ে থাকাটা আইনত অপরাধ। তাকিয়ে থাকার জন্য ৬ মাসের জেল হতে পারে। এছাড়া নারীর পোশাক ধরে টানা বা খুলে দেয়ার ক্ষেত্রে সর্বনিম্ন ৩ বছর এবং সর্বোচ্চ ৭ বছর সাজা হতে পারে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top