ট্রাম্প ভারতে আসছেন ২৪ ফেব্রুয়ারি
প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৩
আপডেট:
১৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:০৮

প্রভাত ফেরী ডেস্ক: প্রথমবারের মতো ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ‘ফার্স্ট লেডি’ মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তিনি ২৪ ফেব্রুয়ারি দুদিনের সফরে দিল্লি পৌঁছাবেন। হোয়াইট হাউস থেকে মঙ্গলবার প্রকাশিত এক টুইট বার্তায় ট্রাম্পের ভারত সফরসূচি ঘোষণা করেছেন তার তথ্যসচিব।
ভারত সফরকালে প্রথম দিন ট্রাম্প নয়াদিল্লিতে অবস্থান করবেন। বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। পরদিন নরেন্দ্র মোদির জন্মস্থান গুজরাট রাজ্যের শহর আহমেদাবাদে যাবেন ট্রাম্প। ট্রাম্পের আগে ২০১০ ও ২০১৫ সালে ভারত সফর করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মোদির জন্মস্থান ছাড়াও মহাত্মা গান্ধীর জীবন ও ভারতের স্বাধীনতা আন্দোলনে গুজরাটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিশাম বলেছেন, ‘গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথাবার্তা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের।’
সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহমেদাবাদে ট্রাম্পকে সংবর্ধনা জানানোর জন্য ‘কেম চো ট্রাম্প’ নামে একটি সমাবেশের আয়োজন করা হবে। গুজরাটি ভাষায় ‘কেম চো’ শব্দটিকে ইংরেজিতে বলা হয় ‘হাউডি’। মোদিকে সংবর্ধনা জানাতে গত বছর ‘হাউডি মোদি’ নামে এক সমাবেশের আয়োজন করে ট্রাম্প প্রশাসন।
আহমেদাবাদে মোদির সঙ্গে মোতেরা স্টেডিয়াম উদ্বোধন করার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম এই মোতেরায় ১ লাখ ১০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবে। এ ছাড়া সবরমতী নদীর তীরে হাঁটতে হাঁটতে ট্রাম্প ও মোদির আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: