ত্রাণ নিতে গিয়ে নাইজারে পদদলিত হয়ে নিহত ২৩, আহত ১০
প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২০ ০৮:২১
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৯:৩৩

প্রভাত ফেরী: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে পদদলিত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০জন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির দিফফা শহরে খাদ্য ও অর্থ সহায়তা নিতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিল তারা। দ্রুত খাবার সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয় ওই শরণার্থীরা।
আফ্রিকার সাহেল অঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০০৯ সালে নাইজেরিয়ার বিভিন্ন স্থানে জঙ্গি হামলা চালায় বোকো হারাম নামের একটি সশস্ত্র জঙ্গিগোষ্ঠী। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিদের সহিংসতার কারণে সেখান থেকে প্রায় ১ লাখ ২০ হাজার বাসিন্দা পালিয়ে পার্শ্ববর্তী দেশ নাইজারে আশ্রয় নেয়। সোমবার সেখানে ওইসব শরণার্থীদের অর্থ ও খাদ্য সহায়তা দিতে যান নাইজেরিয়ার বোর্নো প্রদেশের গভর্নর।
নাইজারের আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার দেশটির গভর্নর শরণার্থীদের দেখতে এসে ত্রাণ কার্যক্রম বিতরণের উদ্যোগ নেন। এসময় ত্রাণ বিতরণকালে হঠাৎ অপেক্ষামান নারী-পুরুষদের আগে যাওয়া নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। যা নারী ও শিশুদের জন্য ছিল সবচেয়ে কষ্টের। এতে পদদলিত হয়ে অন্তত ২৩ জন নিহত ও আরো ১০ জন আহত হয়। পরে ত্রাণ বিতরণ বন্ধ করে দেয়া হয়।
স্থানীয় সময় সোমবার সকালে বর্ন প্রদেশের ডিফা শহরে শরণার্থীদের মধ্যে খাবার ও টাকা বিতরণের সময় হুড়োহুড়িতে এ প্রাণহাণি হয়। দেশটির গভর্নর শরনার্থীদের দেখতে এসে এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। তবে হঠাত লাইন বিচ্যুত হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। জঙ্গী গোষ্ঠী বোকো-হারামের বর্বরতায় ঘরছাড়া হতে বাধ্য হয়েছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক লাখ ২০ হাজারেরো বেশি মানুষ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: