সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


ভারত সফরে সোনা ও রুপার প্লেটে খাবেন ট্রাম্প


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৪০

আপডেট:
২ মে ২০২৪ ২০:১৭

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: দুই দিনের ভারত সফরে ভারতে আসছেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই সফরে  সঙ্গে আসছে ট্রাম্পের  মেয়ে এবং জামাইও। মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনায় এখন ভারতের রাজধানী দিল্লির বুকে সাজো সাজো রব। ট্রাম্পের আপ্যায়নে যাতে কোথাও কেনও ত্রুটি না থাকে তার ব্যবস্থাপনায় রীতিমতো তোড়জোড় শুরু করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পারিষদরা। এলাহি আয়োজন করা হয়েছে ট্রাম্পের অভ্যর্থনায়। ভারতীয় সংস্কৃতির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের পরিচয় করাতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। জয়পুর থেকে বিশেষ অর্ডার দিয়ে আনা হয়েছে সোনা এবং রুপোর তৈরি খাবার প্লেট ও  ডাইনিং সেট। সেই স্পেশ্যাল বাসনেই মার্কিন প্রেসিডেন্টকে খাবার পরিবেশন করা হবে বলে জানা গিয়েছে। 

এই ডাইনিং সেটের প্রস্তুত কারক অরুণ পাবুওয়াল জানিয়েছেন, এর আগে ভারতে আসা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্যও এই আয়োজন করা হয়েছিলো।  ভারতীয় রন্ধনের সঙ্গে ট্রাম্প যাতে পরিচিত হতে পারেন তার আয়োজনে কোনও কমতি রাখছেনা দিল্লির প্রসিদ্ধ রেস্তোরাঁ বুখারা। ট্রাম্পের পছন্দের কথা মাথায় রেখে ট্রাম্প প্ল্যাটার তৈরি করেছে এই রেস্তোরাঁ। সেখানে এমএফ হুসেনের আঁকা একটি অ্যাপ্রন উপহার দেওয়া হবে মার্কিন প্রেসিডেন্টকে। জানা গিয়েছে, ট্রাম্পের খাদ্য তালিকায় থাকছে ডায়েট কোক, চেরি ভেনিলা আইসক্রিম।

জানা যায়, গত ৪১ বছর ধরে দিল্লির প্রসিদ্ধ এই রেস্তোরাঁ নিজেদের মেনুতে কোনও পরিবর্তন আনেনি। এই রেস্তোরাঁর জনপ্রিয়তা কাবাবের জন্য। ট্রাম্পের আগে বারাক ওবামা, বিল ক্লিন্টন, জর্জ বুশ, ভ্লাদিমির পুটিন, দলাইলামাসহ একাধিক ব্যক্তিত্ব এই রেস্তোরাঁয় খাবার খেয়েছেন। তন্তুরির পাশাপাশি রেস্তরাঁর বিশেষত্ব ডাল বুখারা পরিবেশন করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ভারতের রাজধানী দিল্লির আইটিসি ময়ূরার যে স্যুইটে সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকবেন তার এক রাতের ভাডা ৮ লাখ রুপি।


বিষয়: ট্রাম্প


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top