ব্রাজিলে ভয়াবহ বৃষ্টি ও ভূমিধস: নিহত ২৩, নিখোঁজ ৩০


প্রকাশিত:
৫ মার্চ ২০২০ ১৭:২০

আপডেট:
৬ মার্চ ২০২০ ০৬:১৫

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: ব্রাজিলের সাও পাওলো ও রিও ডি জেনিরোতে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ কমপক্ষে ৩০ জন। বাড়ি-ঘরের নিচে চাপা পড়াদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে দমকল বাহিনীর কর্মিরা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, এ দুর্যোগে ৩০ ব্যক্তি নিখোঁজ ও সাতজন আহত হয়েছে। একের পর এক ভূমিধস ও ভবন ধসের কারণে প্রায় সাড়ে তিন হাজার লোক ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় নিখোঁজদের খোঁজে দমকল কর্মী ও উদ্ধারকারী দল তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাও পাওলো রাজ্য। শুধুমাত্র ওই রাজ্যেই কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে এক নারী এবং তার শিশু সন্তান রয়েছে। ওই শিশুটিকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের সময় আরও একটি ভূমিধসের ঘটনায় দুই দমকল কর্মী নিহত হয়েছে।

এদিকে, গুয়ারুজা পৌরসভায় বেশ কিছু বাড়ি ভূমিধসে ধ্বংস হয়েছে। উদ্ধার ও তল্লাশি অভিযানে স্থানীয় লোকজন দমকল কর্মীদের সহায়তা করে যাচ্ছেন।

সাও পাওলোতে ভূমিধস ও গাছ ভেঙে পড়ায় বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে গেছে। অপরদিকে, প্রতিবেশী রিও জেনেইরো রাজ্যে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে গত জানুয়ারিতে ঝড়-বৃষ্টিতে দেশটির মিনাস জেরাইস রাজ্যে কমপক্ষে ৩০ জনের মৃত্য হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top