করোনা ভাইরাস ঝুঁকিতে কারবালায় জুমার নামাজ বাতিল করলো ইরাক


প্রকাশিত:
৬ মার্চ ২০২০ ০৩:২৯

আপডেট:
৮ মার্চ ২০২০ ১৭:০৩

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিয়া সম্প্রদায়ের পবিত্র নগরী কারবালায় জুমার নামাজ বাতিল করেছে ইরাক। জুমার নামাজ বাতিল হওয়ায় কেউ আর ঐই স্থানে সমবেত হয়ে নামাজ আদায় করতে পারবেন না। বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির নগর প্রশাসন এ তথ্য জানিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে।

কারবালার পাশেই আরেক পবিত্র নগরী নাজাফ অবস্থিত। কারবালার মতো এই শহরেও ইরাক ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিয়া পূণ্যার্থীরা যান।

ইরাকে করোনা ভাইরাসে ৩২ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। দেশটিতে এ পর্যন্ত দুজন ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বুধবার উত্তরের কুর্দি স্বায়ত্ত্বশাসিত অঞ্চলে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top