সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


উত্তর কোরিয়া সমস্যার সমাধান করে ফেলেছি


প্রকাশিত:
১৬ জুন ২০১৮ ০৪:১৩

আপডেট:
২০ মে ২০২৪ ১৯:১৪

উত্তর কোরিয়া সমস্যার সমাধান করে ফেলেছি

উত্তর কোরিয়ার সঙ্গে যে সমস্যা ছিল, তা ‘মূলত সমাধান’ করে ফেলেছেন বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিম জং উনের কাছে এখন তার ফোন নম্বর আছে বলেও উল্লেখ করেন তিনি।



একটি টেলিভিশন সাক্ষাৎকারের সময় কিমের ‘দৃঢ়’ নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, যখন তিনি (কিম) কথা বলেন, তখন তার দেশের জনগণ মনোযোগ দিয়ে শোনে। আমি চাই আমার দেশের জনগণও এমনটি করুক।



শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, সাবেক নেতা বারাক ওবামা পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে তাকে (কিম) হুমকি দিয়েছিলেন, যা ছিল যুক্তরাষ্ট্রের জন্য ‘সবচেয়ে বিপজ্জনক সমস্যা’।



তিনি বলেন, আমি সমস্যাটার সমাধান করেছি। এখন আমরা একটি চুক্তিবদ্ধ হয়েছি এবং বেশিরভাগ সমস্যারই ‘মূলত সমাধান’ হয়ে গেছে। তবে সমালোচকদের সমালোচনায় মর্মাহত হয়েছি।



ট্রাম্প বলেন, ডকুমেন্টটিতে সইয়ের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিম জং উনের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এখন আমি তাকে কল করতে পারি। কোনও সমস্যায় পড়লে তিনিও আমাকে কল করতে পারেন।



মানুষ অবাক হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, তারা ভেবেছে যে ট্রাম্প সব জায়গায় বোমা নিক্ষেপ শুরু করতে যাচ্ছে। এটা আসলে বিরোধী দলের মত। আগামী রোববার আমি কিমকে ফোন করবো।



উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় উত্তর কোরিয়ার নেতা ‘সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের’ প্রতিশ্রুতি দিয়ে একটি ডকুমেন্টে সই করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top