করোনাভাইরাস আতঙ্কে ইসরায়েলের ১২৬২ সেনা কোয়ারেনটাইনে


প্রকাশিত:
৯ মার্চ ২০২০ ০৩:২৭

আপডেট:
৯ মার্চ ২০২০ ০৩:২৯

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ইসরায়েলে ১২৬২ জন সেনা সদস্যকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে শনিবার জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুই সপ্তাহ স্বেচ্ছায় পৃথক থাকার পর বাহিনীতে ফিরেছে ১৮৯ জন সেনা সদস্য। বিদেশে ছুটি কাটিয়ে আসা অধিকাংশ সেনাদের কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এদের মধ্যে কেউ রয়েছেন যারা করোনা আক্রান্ত দেশ থেকে এসেছেন। এমনকি কেউ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শেও এসেছিলেন।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেনাদের বিদেশ সফর বাতিল করেছে। এছাড়া বিদেশি সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়াও বাতিল করা হয়েছে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top