যুক্তরাষ্ট্রের সব রাজ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত
প্রকাশিত:
১৮ মার্চ ২০২০ ১৬:৫৯
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১৩:২২

প্রভাত ফেরী: যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় মঙ্গলবার করোনা ভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। ফলে দেশটির ৫০টি রাজ্যেই এ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। সেখানকার মেয়র জিম জাস্টিস বলেন, আমরা জানতাম এটা আসছে।
এদিকে, নিউইয়র্ক বলছে তারা সান ফ্রান্সিসকোর পথে হাঁটতে পারে। ইতোমধ্যেই সানফ্রান্সিসকো অবরুদ্ধ হয়ে পড়েছে। সেখানকার দোকান-পাট, স্কুল, বিশ্ববিদ্যালয় সব বন্ধ রাখা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ৬ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১০৫ জন। তবে ওয়ার্লওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৪৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১১২ জন।
নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেছেন, নগরীর ৮৫ লাখ বাসিন্দাকে বাড়িতেই অবস্থানের নির্দেশ দেওয়া হবে কি-না সে বিষয়ে তিনি দু'দিনের মধ্যেই সিদ্ধান্ত নেবেন। এ ধরণের পদক্ষেপের ফলে সিংহভাগ মানুষ তাদের বাসায় অবরুদ্ধ হয়ে পড়বেন। এ রকম অবস্থায় লোকজন খাবার বা ওষুধ কিনতে অথবা ব্যায়াম করা কিংবা কুকুরকে হাঁটানোর মতো কাজে বাইরে বের হতে পারবেন। তবে মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: