সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


কানাডার অধিকাংশ জনগণ রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায়


প্রকাশিত:
১৮ জুন ২০১৮ ১৩:০২

আপডেট:
২০ মে ২০২৪ ২০:২৫

কানাডার অধিকাংশ জনগণ রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায়

কানাডীয় টিভি চ্যানেল সিটিভির পক্ষ থেকে গবেষণা প্রতিষ্ঠান ‘ন্যানোস রিসার্চ’ পরিচালিত জনমত জরিপে উঠে এসেছে, ‘৬২ শতাংশ কানাডীয় বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নিধনের মুখে উদ্বাস্তু হয়ে পড়া রোহিঙ্গা মুসলমানদের কানাডায় আশ্রয় দেয়া হলে তারা বিষয়টি স্বাগত জানাবেন।



 



উল্লেখ্য, গত বছরের আগস্টের শেষের দিকে কথিত সন্ত্রাস দমনের কথা বলে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনার জাতিগত নিধন অভিযান শুরু হয়। এর পর গত ১১ মাসে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু।



এসব রোহিঙ্গাকে স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে সমঝোতায় উপনীত হলেও প্রত্যাবাসন কার্যক্রমের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।



প্রসঙ্গত গত বছরের আগস্টের শেষের দিকে কথিত সন্ত্রাস দমনের কথা বলে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনার জাতিগত নিধন অভিযান শুরু হয়।



এ অবস্থায় প্রাণ বাঁচাতে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে থাকে রোহিঙ্গারা। এর পর গত ১১ মাসে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু।



কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ১১ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বলে জানিয়েছেন বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম।



রোহিঙ্গা ক্যাম্পের বিশাল এলাকা পানিতে প্লাবিত হয়ে এর মধ্যে এবার আগভাগেই টানা বর্ষণ শুরু হওয়ায় বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই ভূমিধসের ঘটনা ঘটছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top