সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ইসরায়েল'র জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ছাড়লো যুক্তরাষ্ট্র


প্রকাশিত:
২০ জুন ২০১৮ ০৬:৫৩

আপডেট:
২০ মে ২০২৪ ২১:৩১

ইসরায়েল'র জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ছাড়লো যুক্তরাষ্ট্র

ইসরায়েল প্রশ্নে মীমাংসা না হওয়ায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ছাড়লো যুক্তরাষ্ট্র। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে এই কাউন্সিলের অবস্থান পছন্দের নয় যুক্তরাষ্ট্রের। তারা বলছিলো, এই কমিশন ইসরায়েলবৈরী।



 



মঙ্গলবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি এই ঘোষণা দেন। এদিকে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী মানবাধিকারের অগ্রসর বাধাগ্রস্ত করবে বলে মানবাধিকার কর্মীরা মনে করছেন।



গত বছরও এই কাউন্সিলকে ‘ইসরায়েল-বিরোধী’ আখ্যা দিয়েছিলেন হ্যালি। প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ধারাবাহিক ইসরায়েলবিদ্বেষী ভূমিকা পালন করে যাচ্ছে। এখান থেকে সরে না আসলে যুক্তরাষ্ট্র কমিশন ছেড়ে যাবে। কমিশন ছাড়ার ঘোষণা দিতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে হ্যালি বলেন, কাউন্সিলটি ‘মানবাধিকার রক্ষার প্রশ্নে খুবই দুর্বল সংগঠন।’



যুক্তরাষ্ট্র বলছে, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ধারাবাহিকভাবে ইসরায়েল বিরোধী। সংস্থাটির সংস্কার সম্ভব নয়।



সংস্থাটিকে সংস্কারে মার্কিন প্রচেষ্টা ব্যাহত করার জন্য রাশিয়া, চীন, কিউবা ও মিশরের সমালোচনা করেন নিকি হ্যালি।



প্রসঙ্গত, সম্প্রতি আন্তর্জাতিক কয়েকটি সংস্থা থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় সর্বশেষ যুক্ত হলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। এর আগে দেশটি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যায়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top