সিডনী বুধবার, ১লা মে ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

প্রভাত ফেরীর জন্য শুভেচ্ছা পত্র : বিনোদ ঘোষাল


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩৪

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২০ ২০:৩০

বিনোদ ঘোষাল

 

ভারতের জনপ্রিয় লেখক বিনোদ ঘোষাল প্রভাত ফেরীর জন্য শুভেচ্ছা পত্র পাঠিয়েছেন। তিনি প্রভাত ফেরীর পাঠকদের জন্য লিখবেন বলে সদয় সম্মতি দিয়েছেন। তাঁর এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

 

বিনোদ ঘোষালের জন্ম পশ্চিম বংগের হুগলি জেলাতে। জীবনে বহু বিচিত্র কাজে জড়িয়ে পড়ার পর অবশেষে তিনি লেখালেখিকেই একমাত্র পেশা হিসেবে গ্রহণ করেছেন। ছোটগল্প, উপন্যাস, ফিচার, নাটক, চলচ্চিত্র সমালোচনা তার লেখালেখির বিষয়। দেশ পত্রিকাতে বিনোদ ঘোষালের লেখা প্রথম গল্প একটু জীবনের বর্ণনা প্রকাশিত হয় ২০০৩ সালে।গল্পটি পাঠকমহলে বিশেষ সাড়া ফেলে। তারপর থেকে তিনি নিয়মিত লেখালেখি শুরু করেন।মাঝরাস্তায় কয়েকজন তার রচিত প্রথম উপন্যাস প্রকাশিত হয় ২০১৩ সালে।তার লেখা একাধিক ছোটগল্পের নাট্যরূপ মঞ্চে ও বেতারে উপস্থাপিত হয়েছে। কাজী নজরুল ইসলামের সমগ্র জীবনকে ভিত্তি করে লেখা তার দীর্ঘ উপন্যাস কে বাজায় বাঁশি একটি উল্লেখযোগ্য কাজ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিনোদ ঘোষাল ২০১১ সালে তার ডানাওলা মানুষ গল্প গ্রন্থের জন্য পেয়েছেন কেন্দ্রীয় সাহিত্য একাডেমি যুব পুরস্কার।২০১৪ সালে তিনি পশ্চিম বংগ বাংলা একাডেমির সোমেন চন্দ স্মৃতি পুরস্কার পান।এছাড়াও তিনি পূর্বভারত পুরস্কার, মিত্র ও ঘোষ স্মৃতি পুরস্কার, শৈলজানন্দ পুরস্কারে সম্মানীত হয়েছেন। দেশের বহু জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাহিত্য উৎসবে বাঙালি লেখক প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন।২০১৬ সালে তিনি মাননীয় ভারতের রাষ্ট্রপতির আমন্ত্রণে রাষ্ট্রপতিভবনে 'রাইটার্স ইন রেসিডেন্স প্রোগ্রামে' যোগদান করেন। অর্জন করেছেন ভারতের সংস্কৃতি মন্ত্রকের ফেলোশিপ।

কে বাজায় বাঁশি, ভয় পেলেন অভয়চরণ, গভীর জালের রহস্য, কালো গল্প, আশ্চর্য মানুষ, ডানাওলা মানুষ, লকআপ কিংবা রূপকথার গল্প, মাঝরাস্তায় কয়েকজন, এই সব আসা যাওয়া, রাস্তার মেয়ে, প্রাণের পরে, বৃষ্টি পড়ার আগে, কৃত্তিবাস রহস্য, দুই নারী এক জীবন, তোমায় ভালবেসে ইত্যাদি তাঁর লেখা জনপ্রিয় গ্রন্থ সমূহ।
(তথ্য সংগৃহিত)



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top