সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

মৃত্যুর কাছে জীবনের সমর্পণ : প্রণব মজুমদার


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২০ ২১:৩০

আপডেট:
৮ ডিসেম্বর ২০২০ ২২:০২

ছবিঃ কবি আবু জামিল

 

মৃত্যুর কাছে আমরা বারবার হেরে যাই! শেষ অবধি জীবনও হারিয়ে গেলো? সবার সঙ্গেই মৃত্যু বিশ্বাস ঘাতকতা করে! সাহিত্যে অনন্তপ্রাণ জিগীষা সহ সভাপতি কবি জামিল জীবন আজ সকালে চলে গেলেন! মৃত্যুর মিছিলে আমিও যোগ দিবো। কোন সময় ডাক দিবে যমরাজ জানি না! হতে পারে এটাই আমার শেষ লেখা ।
২০১৭ সালের শেষের দিকে তাঁর সঙ্গে পরিচয়! সাহিত্য সংগঠন জিগীষা এর সঙ্গে যুক্ত তিন বছরে লেখালেখি নিয়ে কতো কথা। মতের অনৈক্যও হয়েছে। পরক্ষণেই সুন্দর দন্তের মিষ্টি হাসি দিয়ে বলছেন, ‘কষ্ট পাইয়েন না প্রণবদা!’ বয়সে জীবন ভাই আমার চেয়ে ৮ বছরের বড়। কিন্তু আন্তরিকতা এবং মমতায় তিনি ছিলেন খুব হৃদয় ঘনিষ্ঠ ব্যক্তি!
সত্যি আর ভালো লাগছে না! এই ভালো না থাকার কারণ সবারই এক! প্রিয়জন চলে যাচ্ছে! তালিকা দীর্ঘতর হচ্ছে। ভালো মানুষকে ছোবল দিচ্ছে মহামারি করোনা! করোনার এতটাই শক্তিশালী যে দেহের ঘুমন্ত অন্য রোগকে জাগিয়ে তুলছে! সময় বেশি দিচ্ছে না! যাকে ছোবল দিচ্ছে তার পরিবারকেও পথে বসিয়ে দিয়ে যাচ্ছে। ক্রান্তিকালে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো অমানবিক এবং বাণিজ্যিক হয়ে পড়েছে।
গত এক সপ্তাহে হারিয়েছি দৈনিক সংবাদ সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, বাংলাদেশ হাউজ বিল্ডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী, শিশু সাহিত্যিক ও সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরী, নাট্যজন আলী যাকেরকে। চারজনই করোনার শিকার। বিজয়ের মাসের প্রথম দিনে হারালাম দু’জন কৃতিমান শিক্ষাবিদকে। ঢাকা  বিশ্ববিদ্যালয়ের দর্শন  বিভাগের অধ্যাপক  ড. হাসনা বেগম এবং একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক  রতন লাল চক্রবর্তীকে!
আজ ৩ ডিসেম্বর চলেই গেলেন বাংলাদেশ ক্ষুদ্র ও ও কুটির শিল্প  করপোরেশনের প্রাক্তন উপমহাব্যবস্থাপক আবু জামিল জীবন। চাকরি থেকে অবসর গ্রহণের পর সাহিত্যের পড়াশোনায় বেশ নিমগ্ন ছিলেন। আলোচনা করতেন পাঠের বিষয়। কবিতাপ্রেমিক ও ভ্রমণবিলাসী কবি নামটি আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো তখন, ২০১৯ সালে যখন কারুবাক প্রকাশনী থেকে তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'ভালোবাসার ক্যারাভ্যান' বের হলো। কবিতাগুলো দেখে দিয়েছিলেন সব্যসাচী লেখক ইন্দু সাহা! পরম শ্রদ্ধায় তাঁর কাছে থেকেও সান্নিধ্য নিয়েছেন। সাহিত্য আলোচনা ও আড্ডায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ! ক'দিন আগে পূর্বাচলে তুরাগ নদীতে নৌকা ভ্রমণে গিয়ে রাতের ভরা জোসনা দেখেছেন। ফিরে এসে বলেছেন বঞ্চিত হলেন প্রকৃতির অবগাহন থেকে। অত্যন্ত আবেগী ছিলেন । রাগ নিয়ন্ত্রণ করতে পারতেন না! অত্যন্ত কাছের সঙ্গী জিগীষা সাধারণ সম্পাদক মনিরা আক্তার তাঁকে দেখভাল করতেন।

 

ছবিঃ কবি আবু জামিলের সাথে লেখক প্রণব মজুমদার


জুলাই মাসে করোনা মহামারিতে যখন আমরা উপার্জনহীন হয়ে গৃহবন্দি তখন একদিন সকালে জীবন ভাইয়ের ফোন! বললেন ঠিক আছেন তো ?
কোন আর্থিক সহায়তার প্রয়োজন হলে যোগাযোগ করতে কার্পণ্য করবেন না প্রণবদা!
দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশের প্রস্তুতি হিসেবে কবিতা লিখতে শুরু করেছেন নিয়মিতভাবে। যেদিন সকালে চতুর্থ বারের মতো তাঁর হৃদয়ঘাত হানে তার কিছুক্ষণ আগে জিগীষা সদস্য কথাসাহিত্যিক এবং দৈনিক বাংলা এর সাহিত্য সম্পাদক হুমায়ুন কবির সম্পাদিত সাময়িকীতে প্রকাশিত কবিতাটি পোষ্ট দেন।
‘মেঘনা আমার মেঘনা' শিরোনামের কবিতাটি মানসম্পন্ন রচনা বলে সেই পোষ্টে আমিও লাইক দিই! জীবন ভাইয়ের ভগ্নীপতি বিশিষ্ট রম্য লেখক ও প্রকাশনা প্রতিষ্ঠান চন্দ্রাবতী একাডেমির প্রধান মাহফুজুর রহমান জানান, কঠিন জীবনযুদ্ধে আবু জামিল জীবন অবতীর্ণ। তাঁর জন্য দোয়া কামনা করে তিনি বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালের ডাক্তাররা বলেছেন সম্ভাবনা একেবারেই কম। ফেসবুকের জিগীষা সাহিত্য আড্ডা ম্যাসেঞ্জারে মনিরা তাঁর স্বাস্থ্যের হালনাগাদ তথ্য জানাচ্ছেন। জিগীষা সভাপতি কবি ইলিয়াস ফারুকী তাঁর জীবন ফেরত কামনায় বিশেষ নামাজ পড়েছেন বলে জানান। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সবাই প্রার্থনা করেছেন। কিন্তু আমাদের আন্তরিক প্রার্থনা বিধাতা শুনলেন না। আজ সকালে (৩ ডিসেম্বর, ২০২০) আই সি ইউতে অচেতন থাকা কবি জামিল জীবনের আর নিদ্রাভঙ্গ হলো না। আর একটি তারা খসে গেলে দেশের সাহিত্যাকাশ থেকে। ভালোবাসার ক্যারাভানে শুইয়ে তিনি তাঁর জন্মস্থান ভৈরবে রওনা হয়েছেন। আপনার প্রকাশিত শেষ কবিতা মেঘনা আমার মেঘনায় আপনি নদীকে বলছেন- একটু বসো আসছি আমি! আপনার কথা শুনেছে ভৈরবের সেই মেঘনা নদী। বিদায় জীবন ভাই। আমাদের জন্য জায়গা রাখুন আমরা আসছি শিগগিরই।

 

প্রণব মজুমদার
লেখক গল্পকারকবিপ্রাবন্ধিক ও কলাম লেখক
শান্তিনগরঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top