সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

স্বাধীনতার চাওয়া : নূরহাসনা লতিফ


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২০ ২২:০৮

আপডেট:
১৪ ডিসেম্বর ২০২০ ২২:৩৯

 

লাখো শহীদের রক্তের বিনিময়ে তোমাকে পেলাম
অতি প্রিয় জলপাই রঙের স্বাধীনতা তুমি
প্রায় অর্ধ শত বছরে রচিত হয়
লাখো কবিতা গল্প অবিনাশী গান
আর দেবইবা কি?
চোখ রাঙি য়ে বললে স্বাধীনতা
কোনটা করণীয় জাননা এতটা বছরে?
দুঃখ কষ্ট কান্না হাহাকার দেখতে চাইনা
অথচ বাতাস ভারি কর ্বোমাবাজি ককটেলে,
হিংস্র আগুন তার লকলকে জিহবায়
পুড়িয়ে দেয়গাড়ি বাড়ি বাস ট্রেন আর মানুষ।
আজও লাশের গন্ধ ভরে দেয় বাতাস

হিংসে বিদ্বেষের কালিতে ছেয়ে যায় আকাশ।
অযথা মিছিল আর সমাবেশ
আমারতো এতসব চাওয়া নয়
মানবশিশু মানুষের মত মানুষ হবে,
দেশটাকে নতুন করে ঢেলে সাজাবে
আদর্শ মানুষ ভালোবাসবে সোনার এ দেশকে।

 

নূর হাসনা লতিফ
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top