সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

নীল পাহাড়ের চূড়ায় (পর্ব ছয়) : শাহান আরা জাকির পারুল 


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২০ ২১:৩৬

আপডেট:
২ মে ২০২৪ ১৯:৩৫

 

আজ দুপুরে তেমন কোন কাজ ছিলনা নীলিমার! মাঝে মাঝে এমন হয়! কোন কাজই যেন খুঁজে পায়না সে !

রাতুল থাকতে এমন হতোনা কোনোদিন ! কাজের অন্ত ছিলোনা তখন ! কাজ, কাজ, কাজ! অফিস থেকে ফিরেই ঘরের কাজ !

মাঝে মাঝে রাতুল বলতো, সারাদিন কি এতো কাজ করো লক্ষী ! রাতুল আদর করে লক্ষী বলে ডাকতো যখন, সব কাজ ফেলে নীলিমা রাতুল এর কাছে এসে বসতো! শুরু হতো রাজ্যের গল্প !

আজ অফিসে কার কি ঘটেছে, পেপারে নতুন কি খবর বেরিয়েছে, দুজনের মিশ্র প্রতিক্রিয়ার বিশাল আলাপন!

ভোরবেলা ঘুম থেকে উঠেই পেপার না পেলে হকারকে ধরার জন্য জানালার পাশে শিকার ধরার মতো ওঁৎ পেতে বসে থাকতো রাতুল ! নানা প্রশ্নে হকারকে হেনস্তা করে ফেলতো !

-কিরে, কার বাসায় আজ আগে পেপার দিয়েছিস?এতো দেরি হলো কেন?

নানান প্রশ্নে ভয়ে হকার এর কাঁদো কাঁদো অবস্থা হয়ে যেত! শেষে হকার এর হাতে দশ / বিশ টাকা  গুঁজে দিয়ে বলতো ----যা, দোকান থেকে চা নাস্তা করে নিস! আর দেরি করবিনা যেন পেপার দিতে !

হকার মিষ্টি হেসে সালাম ঠুকে সাইকেল এর প্যাডেল মেরে হেলেদুলে চলে যেত! পেপার পড়া শেষ হলে, কি যে পরিপাটি করে পেপারটি ভাঁজ কোরে রাখতো রাতুল! মাঝে মাঝে নীলিমা বিরক্ত হয়ে বলতো, এতো পরিপাটি করে পেপার গুছানোর দরকার কি ? আর কেউ পেপার পড়বেনা নাকি? রাতুল মিটি মিটি হাসতো! 

কত কথাইনা মনে পড়ছে আজ নীলিমার!

পেপারটা সামনেই অগোছালো পরে আছে! বড় বড় অক্ষরে আজকের হেডলাইন "ধর্ষণ মামলা!কান্নায় ভাসলেন তরুণী"

খবরটি পড়ে দুচোখ ভোরে কান্না পায় নীলিমার! দেশে হলোটা কি ? প্রতি নিয়তই ঘটে যাচ্ছে নারীদের উপর নির্যাতন ! সরকার নানারকম পদক্ষেপ নিয়েও বন্ধ করতে পারছেনা কিছুতেই!

-কি করে পারবে বলো!

নারীরাই পারবে এ নির্যাতন বন্ধ করতে, তারা যদি সম্মিলিতভাবে সোচ্চার হয়!

নীল পাহাড় এসে ছায়ার মতো সঙ্গী হয় নীলিমার !

-মন খারাপ কোরোনা বন্ধু !
-কেন করবোনা বলো! নারীরাই নারীর প্রধান শত্রু!

এই দেখনা নীল, কি মর্মান্তিক একটা খবর! প্রতিটি দিনই পেপার এ নানারকম ভয়ঙ্কর সব খবর বেরুচ্ছে !

আজকের খবরটা কি, শোনাও দেখি!

চলবে

 

শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top