সিডনী বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

প্রিয়তম মাতৃভূমি একটি উত্তরসূরী দাও : এনামুল হক টগর


প্রকাশিত:
১১ আগস্ট ২০২১ ২১:৫৬

আপডেট:
৮ মে ২০২৪ ০৭:৫০

 

হে প্রিয়তম মাতৃভূমি, হে প্রিয়তম জন্মভূমি, হে প্রিয়তম স্বদেশ ভুমি।

তোমাকে ভালোবেসে সেই কিশোরবেলায় কতো কবিতা লিখেছিলাম, তরুণ যৌবনে তোমাকে ভালোবেসে কতো নাটক গান লিখেছিলাম, মাঝবয়সে তোমাকে ভালোবেসে কতো ছোটগল্প উপন্যাস লিখেছিলাম। এই শেষ বয়সে তোমাকে ভালোবেসে সময়ের প্রয়োজনে একটি চিঠি লিখলাম-

জাতির জন্য একটি প্রজ্ঞাময় উত্তরসূরী প্রয়োজন, একটি দক্ষ নিপুণ ও অভিজ্ঞতা সম্পূর্ণ উত্তরসূরী দাও কল্যাণ। তোমার অমৃত যৌবনের প্রেম সুধা থেকে সভ্যতার দীপ্ত আলো জ্বালাও প্রজ্ঞা! এই মৃত্তিকা ও দেশপ্রেমে গড়ে তোল আর্দশবান যোদ্ধা চেতনায় বিজ্ঞ! যে হবে ন্যায়পরায়ণ ও মহৎ মানবতার গুণাগুণে অভিজ্ঞ উত্তরসূরী- ঠিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই প্রজ্ঞাবান দিশারী। দেখছো না! লুটেরা ও দূর্বৃত্তরা আমাদের এই দেশ সমাজ সংসার, আর এই প্রিয় জন্মাভূমিকে আঁধারে আঁধারে ঢেকে দিতে চাইছে নির্মম নিষ্ঠুর।

একদিকে মাদক দূর্নীতি সন্ত্রাস ক্যাসিনো নেশার গভীরে ভয়াবহ জঙ্গিবাদ, অন্যদিকে অর্ধমের কৌশল ও নাস্তিবাদের কাল্পণিক শ্লোগান বিদ্বেষ বিবাদ। এ-যেন আমিত্ব ও অহংকারের রোষে ধ্বংস হচ্ছে সময়ের স্থিতি!

আমরা চাই মানবতা,আমরা চাই বর্ণহীন ও ক্ষুধামুক্ত সুষমবণ্টন সাম্য নীতি। অবিচার ব্যভিচার জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এমন সাহসী যোদ্ধা প্রতিবাদী। অযত্ন আঁধারে ক্লান্ত এই প্রিয় জাতিকে প্রেম দেবে মহৎ ভালোবাসা সর্বদা। স্বনির্ভর জীবনগুলো প্রজ্ঞাময় হবে উৎদানশীল ফসলের আবাদ। বৃক্ষের শাখায় শাখায় ফুল ফোটাবে,ফল ফলাবে শোভিত জীবনের স্বাদ! শিল্পের নগরে নগরে কারখানা গড়ে তুলবে আধুনিক কল্যাণ পণ্য,

মানবতার সেবায় দেশ ও জাতির জন্য আলো ছড়াবে দীপ্তিময় ধন্য ধন্য। সমুদ্র ও নদীকে প্রগতির পথে প্রবাহিত করবে বহুদূর গতিশীল সুন্দর।

রাহমানের মহিমায় মহিমাম্বিত হবে তাঁর গবেষণা জ্ঞান ন্যায় বিচার। মহাপ্রেম থেকে মহাবিশ্বকে ভালোবাসায় আবদ্ধ করবে অবিস্মরণীয় চৈতন্য। দুঃসাহসিক অভিযানে বিজ্ঞানময় জ্ঞান দিয়ে পৃথিবীকে সাজাবে ডিজিটাল নিপুণ। অতীন্দ্রিয় জাগ্ৰত স্বপ্নের রহস্যভেদ থেকে নব নব রূপান্তর হবে সভ্যতার জীবন।মহা-কল্যাণ থেকে মহা-ইতিহাস জেগে উঠবে সৃষ্টির অন্বেষণ বন্দনা।

অসহায় গরীব মানুষগুলো মহা-চেতনায় বিকশিত হবে আলোয় আলোয়। অশান্ত যুদ্ধের কালো অস্ত্রঘাত ও দানব শত্রুর বিষ লোলুপ পরিচয়, ভেঙে চুড়ে তছনছ ছারখার করে দেবে তারপর নির্মাণ হবে চিকিৎসালয়।

প্রিয়তম জাতি ও তাঁর উত্তরসূরীরা সভ্যতায় জেগে উঠবে আর্দশ বিনয়। ঠিক যেন স্বধীনতার মহানায়ক বাংলার স্থপতি বঙ্গবন্ধুর মতো প্রজ্ঞাময়। তাঁর চলমান উত্তরসূরীরা গড়ে উঠবে সতত জ্ঞানের চৈতন্যে উদয়, জঙ্গিবাদ থেকে দূরে সরে যাও ওটা ইসলাম নয় কল্পণার জ্ঞান অবক্ষয়।

ইসলাম হলো আল্লাহর নিকট আত্মসমর্পণ শান্তির পবিত্র দীন পরিচয়! লুটেরা সন্ত্রাসী দূর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল দৃঢ় কঠিন শাস্তি। নইলে আস্তে আস্তে দেশ সমাজ ও জাতি হবে নিরুপায় পথহারা ক্লান্ত,

আমিত্ব ও অহংকারকে ধ্বংস করে হৃদয়ে জ্বালাও দেশপ্রেম মহাশান্তি।

সভ্যতা জেগে উঠুক সত্য আর সত্য,নিত্য নব নব আবিষ্কারের মেধায়। রিলিফ অনুদানের অর্থ ও এতিমের খাদ্য চুরি করো না দানব নির্দয়। সাবধান সাবধান সর্তক সংকেত মাদক ব্যবসায়ীরা জরুরী সাবধান, কালো বিত্তবানের গুলিতে প্রতিদিন অসহায়রা ঝরে পড়ে আহত খুন।

ব্যভিচার মাতালের লালাবিষে প্রভাত সূর্য কিরণের আলো, পুষ্প কাননে পড়ার আগেই ব্যর্থ হয় জীবন সংসার বিফল। শোভিত ফুলগুলো ঝরে পড়ে অশান্ত যন্ত্রণার লালসায় তীব্র গরল। এভাবে চলতে থাকলে কবি লেখক ও গীতিকাররা দগ্ধ হবে বেদনায়। প্রিয়তম মাতৃভূমি,আমরা অপেক্ষায় আছি আমরা প্রতিক্ষায় আছি সর্বক্ষণ আশায়। একটি উত্তরসূরী দাও,একটি আর্দশ মহৎ উত্তরসূরি দাও,ন্যায়পরায়ণ সদয়! যে সব সময় অন্যায় অপরাধ ভেঙে চুরে নতুন সকাল দেবে দীপ্তিময়! জাতিকে প্রাণশক্তির রসদ দেবে অভাবমুক্ত দীর্ঘ জীবন সংসার পরিচয়।

শ্রেণিহীন বর্ণহীন সু-ষমবন্টন আবাদের খামারে শস্য উৎপাদন করবে সঞ্চয়। প্রতিহিংসা ও আধিপাত্যের সাম্রাজ্য গুড়িয়ে দেবে প্রগতির আহ্বান-

সততার স্বকৃতি ও নতুন সংস্কারে দেশ হবে স্বনির্ভর শান্তিময়। শ্রমজীবী ও কর্মজীবী মানুষগুলো আলো ছড়াবে প্রজ্ঞাময় চৈতন্য। তাদের দেশপ্রেমের গভীরে হাজার বৎসরের শ্রেষ্ঠ সন্তান জেগে উঠবে প্রজ্ঞাময়! হে প্রিয়তম জন্মভূমি তোমাকে স্বাধীন করতে গিয়ে কি যে যুদ্ধ রক্তক্ষয়! কতো ভাই,কতো বোন,কতো পিতা-মাতা, কতো স্বজন বন্ধুরা হারিয়ে গেছে বেদনায়।

একটি নোলক পড়া স্নেহের বোন ছিল জীবনের বন্ধন রক্তের পরিচয়, তাঁকেও আর খুঁজে পাইনি কি যে ব্যথাভরা জীবন ত্যাগের এই বিনিময়। এই দেহের রক্ত এখনো অগ্নিশিখার মতো দাউ দাউ করে জ্বলে বিদ্রোহ। তবুও এই ত্যাগের বিনিময়ে আমরা চাই দেশের কল্যাণ শান্তি অহরহ। প্রিয়তম স্বদেশ আমাদেরকে একটি উত্তরসূরী দাও ভবিষ্যৎ প্রশান্ত, ঠিক বঙ্গবন্ধুর মতোই মহা-দেশপ্রেমিক চেতনাতে হৃদয়বান প্রশান্তচিত্ত!

যে অনেক যুদ্ধ সংগ্ৰাম আন্দোলন ও পরিতাপের গভীরেও স্থির ধৈর্যশীল।

তাঁর কর্মকৌশল ও কর্মপ্রচেষ্টায় জাতি জাগ্ৰত হবে সম্মান গৌরবে শ্রদ্ধাশীল! মহাকালের মহা-সভ্যতায় গ্রাম ও নগর আলোয় জ্বল জ্বল করবে দীপ্ত সফল। রাখাল রাজার সাম্য বাঁশির সুর ধ্বনিত হবে জগতময় সরল-

ধনী দরিদ্রের প্রেম ও ভালোবাসায় এক মহামিলন হবে মহাচৈতন্যে বিরল। স্বাধীনতার প্রতিধ্বনিতে বিদ্রোহী মার্চ আবার জেগে উঠবে মুক্তির ভাষণ। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো তবুও এই বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ নিপুণ।

চলমান ধ্বনি ও প্রতিধ্বনি হবে অনাগত আগামীর সেবায় চিরন্তন! সবাই বলবে জাগো বাঙ্গালী, জাগো বাঙ্গালী, বঙ্গবন্ধুর বাংলাদেশ চির অম্লান। প্রিয়তম জন্মভূমি,প্রিয়তম মাতৃভূমি,একটি মহৎ উত্তরসূরী দাও নতুন! ঠিক জাতির পিতার মতো,ঠিক স্বাধীনতার মহানায়কের মতো দীপ্তকর জীবন যৌবন।

 

এনামুল হক টগর
কবি ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top