বিমানবন্দরে পিসিআর ল্যাবের জন্য প্রবাসীদের ৩ দিনের আল্টিমেটাম
প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২১ ২১:২৭
আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ২০:২১

প্রভাত ফেরী: তিন দিনের মধ্যে বিমানবন্দরে পিসিআর টেস্টের ল্যাব বসানোর ব্যবস্থা না করলে আমরণ অনশন করার আল্টিমেটাম দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। আমিরাতে ফিরতে চট্টগ্রামে এক মানববন্ধনে এই আল্টিমেটাম দেন প্রবাসীরা। দ্রুত বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী সহায়তাও কামনা করেন আমিরাত প্রবাসীরা।
মঙ্গলবার (৩১ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ছুটিতে এসে আটকে পড়া আমিরাত প্রবাসীরা। আমিরাতে প্রবেশের জন্য ফ্লাইটের ছয় ঘন্টা আগে বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের শর্ত দিয়েছে দেশটি। কিন্তু বাংলাদেশের কোন বিমানবন্দরে এই ব্যবস্থা নেই। তাই নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরও আমিরাতে যেতে পারছেন না বাংলাদেশি কয়েক হাজার প্রবাসী।
এদিকে মঙ্গলবার (৩১ আগস্ট) ভিজিট ভিসা সহ সকল ধরনের ভিসাধারী বাংলাদেশির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় আমিরাত সরকার।
বিষয়: প্রবাস সংবাদ
আপনার মূল্যবান মতামত দিন: