সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির করোনায় মৃত্যু


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২২ ২৩:৫৫

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৮:১৮

 

প্রভাত ফেরী: মালদ্বীপে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) দেশটির এস ফেইধু হেলথ সেন্টার হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মালদ্বীপের হেলথ প্রোটেকশন এজেন্সি (এইচপিএ) জানিয়েছে, গতকাল ৩৪ বছর বয়সী এই বাংলাদেশি হেলথ সেন্টারে পৌঁছানোর পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৫ দাঁড়িয়েছে।

মালদ্বীপে সর্বশেষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর রেকর্ড হয়েছিল ৬ জানুয়ারি। মালদ্বীপের দৈনিক করোনা আক্রান্ত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৯৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এইচপিএ এর তথ্য অনুসারে, মালদ্বীপে নতুন করে করোনায় শনাক্ত ৯৬৭ জনের মধ্যে রাজধানীতে আক্রান্ত ৪৭৫। আইল্যান্ডে, ২৯০। রিসোর্টে ৮৭। লাইভবোর্ড ২ জনের। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১০১৪১৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ২০৩ জন সুস্থ হয়েছেন। এই নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৯৫ হাজার ২৫৯ জন। মালদ্বীপে এখন আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৮৮১ জন। হাসপাতালে ভর্তি আছে ২২ জন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top