১ মে থেকে কার্যকর হচ্ছে মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি ১৫০০ রিঙ্গিত


প্রকাশিত:
২২ মার্চ ২০২২ ০০:৫৩

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ২০:১৯

 

প্রভাত ফেরী: মালয়েশিয়ায় সর্বনিম্ন মাসিক মজুরি ১৫০০ রিংগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বাংলাদেশি টাকায় প্রায় ৩১ হাজারের সমপরিমাণ। নতুন এই মজুরি ১ মে থেকে কার্যকর হবে।

রবিবার (২০ মার্চ) দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান এক বিবৃতিতে নতুন এই নীতির ঘোষণাকে স্বাগত জানান। নতুন এই পদক্ষেপটি কর্মীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মালয়েশিয়ার অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে বলেও আশা করেন তিনি।

এর আগে শনিবার (১৯ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব এই ঘোষণা দেন।

তিনি বলেন, নতুন নির্ধারিত মজুরি প্রাথমিকভাবে বড় কোম্পানি এবং সরকার-সংযুক্ত কোম্পানির জন্য প্রযোজ্য। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এ নীতি বাস্তবয়ায়নে সরকার এখনো কোন সিদ্ধান্ত নেয়নি।

এর আগে, ১১ মার্চ মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান মজুরি বৃদ্ধির প্রকল্প মন্ত্রিসভায় পেশ করেন ।

এদিকে, ২০২০ সালের বাজেট অনুযায়ি ন্যূনতম মজুরি ছিল ১১০০ থেকে ১২০০ রিংগিত যা বাংলাদেশি প্রায় ২৩ হাজার টাকা – প্রায় ২৫ হাজার টাকার সমপরিমাণ। চলতি বছরের বাজেট পরিকল্পনায় যা আবারও বৃদ্ধি পেল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top