সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


আবদ আল-কুরি দ্বীপ থেকে ইয়েমেনিদের বাস্তুচ্যুত করার অভিযোগ


প্রকাশিত:
৩ জুলাই ২০২২ ০৩:৩৫

আপডেট:
৩ জুলাই ২০২২ ০৩:৩৬

 

সংযুক্ত আরব আমিরাতের সেনা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা আবদ আল-কুরি দ্বীপে একটি সামরিক ঘাঁটি স্থাপনের জন্য ইয়েমেনের সোকোত্রা দ্বীপপুঞ্জ থেকে স্থানীয় বাসিন্দাদের বাস্তুচ্যুত করছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইয়েমেন প্রেস এজেন্সি জানিয়েছে, গতকাল তারা বন্দুকের মুখে কয়েকটি পরিবারকে বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করেছে।

সূত্রগুলো আরো জানায়, ধারণা করা হচ্ছে, এই দ্বীপপুঞ্জে আরব আমিরাত ও ইসরাইলি বাহিনী যৌথভাবে সেনাঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে। এর ধারাবাহিকতায় স্থানীয়দের জোর করে সরিয়ে দেয়া হচ্ছে।

এর আগে এপ্রিলে জানানো হয়েছিল যে, দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম আবদ আল-কুরি দ্বীপ থেকে কয়েক ডজন পরিবারকে বিতাড়িত করেছে আমিরাতের বাহিনী।

২০২০ সালে আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার ধারাবাহিকতায় এই বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। দেশ দুটি কৌশলগতভাবে দ্বীপগুলোতে একটি সামরিক এবং গুপ্তচর ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top