সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


প্রথমবারের মতো সম্পূর্ণ খুলে দেওয়া হলো নিউজিল্যান্ডের সীমান্ত


প্রকাশিত:
৫ আগস্ট ২০২২ ০১:২৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১২:৪৮

 

২০২০ সালের মার্চের পর থেকে নিউজিল্যান্ডের সীমান্ত প্রথমবারের মতো সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে। ওই সময় কভিড-১৯ কে দূরে রাখার প্রচেষ্টায় সীমান্ত বন্ধ করে দিয়েছিল দেশটি।

নিউজিল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষ এখন ভিসা থাকা ভ্রমণকারী এবং শিক্ষার্থীদের আবার গ্রহণ করা শুরু করবে।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এটিকে এক ‘বিরাট মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেন, এটি একটি ‘সতর্ক প্রক্রিয়ার’ অংশ।

বেশিরভাগ ভ্রমণকারীর এখনও পুরো ডোজের টিকা নেওয়া থাকতে হবে। তবে কোনো কোয়ারেন্টিনের প্রয়োজন হবে না।

প্রমোদভ্রমণের ক্রুইজ জাহাজ এবং বিদেশি বিনোদনমূলক ইয়টগুলোকে ভেড়ার অনুমতি দিয়ে দেশের সামুদ্রিক সীমাও আবার খোলা হয়েছে।

করোনায় কঠোর লকডাউনসহ ব্যাপক কড়াকড়ি আরোপ করা নিউজিল্যান্ড প্রথম গত ফেব্রুয়ারিতে পর্যায়ক্রমে আবার সব খোলার পরিকল্পনা ঘোষণা করেছিল। এটি টিকা নেওয়া নিজের নাগরিকদের সেই মাসে অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার অনুমতি দেয়। অন্য দেশগুলো থেকে আসা নাগরিকদের ফিরে আসতে দেওয়া হয় মার্চ মাসে।

মে মাসে দেশটি ভিসা-মওকুফের তালিকায় থাকা ৫০ টিরও বেশি দেশের পর্যটকদের স্বাগত জানাতে শুরু করে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top