সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


নিরাপত্তা নিয়ে আলোচনা করতে রুশ গোয়েন্দা প্রধানের উ.কোরিয়া সফর : কেসিএনএ


প্রকাশিত:
২৮ মার্চ ২০২৪ ১৭:৩৩

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৫:০১

 

 ইউক্রেনে মস্কোর যুদ্ধের মধ্যে ঐতিহাসিক মিত্রদের সঙ্গে সম্পর্ক গভীর হওয়ার প্রেক্ষিতে রুশ গোয়েন্দা প্রধান চলতি সপ্তাহের শুরুতে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করতে পিয়ংইয়ং সফর করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কেসিএনএ’ বৃহস্পতিবার এ কথা জানায়।
রাশিয়ার বিদেশি গোয়েদা সংস্থা এসভিআর-এর প্রধান সের্গেই নারিশকিন ২৫- ২৭ মার্চ তার সফরকালে উত্তর কোরিয়ার সামাজিক নিরাপত্তা মন্ত্রী রি চ্যাং ডে-এর সাথে বৈঠক করেন। খবর এএফপি’র।
‘কেসিএনএ’ জানায়, কর্মকর্তারা শত্রু শক্তির ক্রমবর্ধমান গুপ্তচবৃত্তি ও ষড়যন্ত্রমূলক পদক্ষেপের মোকাবেলা করতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন।
ইউক্রেনে আগ্রাসনের জন্য মস্কো ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য পিয়ংইয়ং উভয়ই বৈশ্বিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং উন রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে শীর্ষ বৈঠক করেন। ওই বৈঠককালে কিম ঘোষণা করেন, মস্কোর সাথে তার দেশের সম্পর্ক ‘সর্বোচ্চ অগ্রাধিকার।’
তবে পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র সরবরাহ করা শুরু করেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে।
এদিকে চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ কোরিয়া জোর দিয়ে বলেছে, গত জুলাইয়ের দিকে স্থানান্তর শুরু হওয়ার পর থেকে উত্তর কোরিয়া ইউক্রেনের সাথে যুদ্ধের জন্য রাশিয়ায় প্রায় ৭ হাজার কন্টেইনার অস্ত্র পাঠিয়েছে।
ওয়াশিংটন ও বিশেষজ্ঞরা বলেছেন, পিয়ংইয়ং বিনিময়ে স্যাটেলাইট প্রযুক্তি ও তার সোভিয়েত যুগের সামরিক সরঞ্জাম উন্নত করার মতো সামরিক সহায়তা চায়।
‘কেসিএনএ’র রিপোর্টে বলা হয়েছে, দুই পক্ষ একটি বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনার টেবিলে থাকা বিষয়গুলোর ওপর সম্পূর্ণ ঐকমত্যে পৌঁছেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top