ওমানে গ্রেফতারকৃত প্রবাসীদের আইনজীবী নিয়োগ
প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৪ ১১:৫৭
আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৪
গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল করায় ওমানে অনেক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া প্রবাসীদের কারামুক্তির জন্য আইনজীবী নিয়োগ করেছে, মাস্কাট দূতাবাস। ওমানের আইন অনুযায়ী, দেশটিতে মিছিল, মিটিং,সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে গ্রেপ্তার করা হয় তাদের। তবে আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের সন্ধান পেয়েছে দূতাবাস। তাদের আইনি সহায়তা দিতে মাস্কাট থেকে সালালাহ্ যাবেন দূতাবাসের আইনজীবী।
ওমানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের দিকনির্দেশনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়। ওমান মাস্কাট দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম ওমানে বসবাসরত সকল প্রবাসীকে স্থানীয় আইন কানুন মেনে চলার পাশাপাশি, পরবর্তীতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন।
বিষয়: ওমান আইনজীবী নিয়োগ
আপনার মূল্যবান মতামত দিন: