মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস: আসর ৩০ নভেম্বর
প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪ ১২:২২
আপডেট:
২৩ নভেম্বর ২০২৪ ১২:২৫
মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত একটি দেশ। পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত বহুজাতিক ও বহু ধর্মের অনুসারী শান্তিপ্রিয় দেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি উন্নত ও ধনী দেশ হিসেবেও এর সুখ্যাতি রয়েছে। সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের পরই মালয়েশিয়ার অবস্থান। মাথাপিছু আয় ২৭ হাজার ৫০০ মার্কিন ডলার।
মালয়েশিয়া বাংলাদেশের চেয়ে আয়তনে প্রায় আড়াইগুণ বড়। ১৩টি রাজ্য এবং তিনটি প্রদেশ নিয়ে গঠিত। জনসংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৭০ হাজার। তার মধ্যে ৬০ শতাংশ মুসলিম, যাদের ভূমিপূত্র বলা হয়। রাজধানী শহর কুয়ালালামপুর। সরকারি ভাষা মালয়। মুদ্রা রিঙ্গিত।
বর্তমানে প্রায় ১৫ লাখের কম-বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন মালয়েশিয়ায়। তাদের মধ্যে সাধারণ শ্রমিক থেকে শুরু করে অফিসের বস এবং অফিসের মালিকানাও রয়েছে অনেকের। মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানেরও মালিক রয়েছেন অনেক বাংলাদেশি। এরা সবাই মালয়েশিয়ায় একেকজন বাংলাদেশি অ্যাম্বাসেডর। কারণ তার প্রত্যেকেই নিজ নিজ সেক্টরে আমাদের লাল-সবুজের পতাকাকে তুলে ধরছেন সম্মানের সঙ্গে।
সত্তর দশকের শেষের দিকে মাত্র ২৩ জন বাংলাদেশি প্রথম কাজের খোঁজে মালয়েশিয়ায় প্রবেশ করে। আজকের যে উন্নত রাষ্ট্র মালয়েশিয়া তার পেছনে আমাদের দেশের প্রবাসীদের ভূমিকা বেশ অগ্রগণ্য। বাংলাদেশি শ্রমিকদের কষ্টে ও ঘামে অর্জিত হয়েছে বর্তমান আধুনিক মালয়েশিয়ায় জৌলুস। দেশটির নির্মাণ সেক্টর, রাস্তা-ঘাট উন্নয়ন, তেল-গ্যাসসহ সকল উন্নয়ন সেক্টরেই রয়েছে আমাদের দেশের শ্রমিকদের বিরাট ভূমিকা। মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানিতে একেবারে সাধারণ শ্রমিকের পদ থেকে সর্বোচ্চ পদেও আসীন রয়েছেন আমাদের দেশের প্রবাসীরা।
যেসব মালয়েশিয়া প্রবাসী বাঙালি নিজ নিজ অঙ্গনে একেকজন সফলকাম উজ্জ্বল নক্ষত্র। সুনাম অর্জন করেছেন মালয়েশিয়ায়। নিজেদের নিয়ে গেছেন সফলতার চূড়ান্ত শিখরে, সেই সকল মালয়েশিয়া প্রবাসী উজ্জ্বল নক্ষত্রদের নিয়েই ভয়েস এশিয়ানের ‘ফার্স্ট মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস’। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাঙালিদের মধ্য থেকে বিভিন্ন সেক্টরের সফল মালয়েশিয়া প্রবাসীকে দেওয়া হবে এই অ্যাওয়ার্ডস। ২৫টি জেনারেল ক্যাটাগরি, ৭টি স্পেশাল ক্যাটাগরি, অ্যাসোসিয়েশনসহ প্রবাসী সাংবাদিকদেরও সম্মান জানানো হবে অনুষ্ঠানে।
মালয়েশিয়ার বুকে যাদের অক্লান্ত পরিশ্রমে, মেধায় এবং যাদের সফলতায় আমাদের গর্বের লাল-সবুজের পতাকার মান সমুন্নত রয়েছে, যাদের কর্মকাণ্ড মালয়েশিয়ার বুকে বাংলাদেশকে সেই দেশের সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ আজ সম্মানের সঙ্গে দেখছেন তাদের সম্মানিত করতেই এই বিশেষ অ্যাওয়ার্ডস প্রোগ্রাম।
৩০ নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের ফাইভ স্টার হোটেল জি টাওয়ারে বিশেষ এক আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হবে। ভয়েস এশিয়ান টিম প্রত্যাশা করছে মালয়েশিয়ায় আমাদের হাই কমিশনার এবং মালয়েশিয়ায় বসবাসরত বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেবেন।
বর্তমানে চলছে চূড়ান্ত সিলেকশনের কাজ। যার যার কর্মপরিধি এবং অন্যান্য আরও বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করেই নির্বাচিত হবেন একেক জন বিজয়ী। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন +৮৮ ০১৬০৪ ২২৬৪১১ এবং +৮৮ ০১৮৪৪ ২৫৯৯৫৯ এই WhatsApp নম্বরে।
ভয়েস এশিয়ান আয়োজিত ‘ফার্স্ট মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস’ নিয়ে বেশ উচ্ছ্বসিত মালয়েশিয়া প্রবাসী বাঙালি কমিউনিটি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: