সিডনী শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২২শে অগ্রহায়ণ ১৪৩১


ওমানের কর্মক্ষেত্রে এগিয়ে প্রবাসীরা, বেশি আধিপত্য বাংলাদেশিদের


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৪ ১২:৫১

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৫২

ওমানে বর্তমানে ৬ লাখ ৫৬ হাজার ৭৮৯ জন বাংলাদেশি বসবাস করছেন। প্রবাসীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতীয়দের সংখ্যা ৫ লাখ ৫ হাজার ৮২৪ জন।

এছাড়া ৩ লাখ ৩ হাজার ৭৭৭ জন পাকিস্তানি, ৪৫ হাজার ফিলিপিনো এবং ২৫ হাজার ২৬০ জন শ্রীলঙ্কান ওমানে অবস্থান করছেন। বাকি প্রবাসীদের বেশিরভাগ মায়ানমার, তানজানিয়া এবং মিশরের নাগরিক। ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগ এই তথ্য জানিয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, বছরের বেশিরভাগ সময় ভিসা বন্ধ থাকার পরেও ওমানে গত বছরের একই সময়ের চেয়ে বাংলাদেশির সংখ্যা বেড়েছে ১ লাখ ১০ হাজার। ২০২৩ সালের অক্টোবরে দেশটিতে বাংলাদেশির সংখ্যা ছিলো ৫ লাখ ৪৬ হাজার।

তবে সাম্প্রতিক হিসেবে এই সংখ্যা সাড়ে ৬ লাখের বেশি। ভিসা বন্ধ না থাকলে বাংলাদেশি আরও বাড়ত বলেই ধারণা করা হচ্ছে। তবে আনুমানিক হিসেবে বর্তমানে ওমানে ৭ লাখেরও বেশি বাংলাদেশির বসবাস।

পরিসংখ্যান অনুযায়ী, এখন ওমানে স্থানীয় কর্মীর সংখ্যা মোটে সাড়ে ৮ লাখ। আর প্রবাসী শ্রমিকের সংখ্যা ১৮ লাখ। এরমধ্যে অধিকাংশই কাজ করেন বেসরকারি প্রতিষ্ঠানে। সংখ্যায় যা ১৪ লক্ষ ২০ হাজার। আর সরকারি খাতে ৪২ হাজার ৩০০ প্রবাসী কর্মরত রয়েছেন।

NCSI এর মতে, প্রবাসীদের মধ্যে সাড়ে ৪ লাখ বা সর্বোচ্চ সংখ্যকই কাজ করেন নির্মাণ খাতে। ব্যবসা করছেন ২ লাখ ৭৩ হাজার প্রবাসী। পাশাপাশি ম্যানুফেকচারিং খাতে ১ লাখ ৮২ হাজার এবং আবাসন ও খাদ্য সংক্রান্ত পেশায় নিয়োজিত আছেন ১ লাখ ৩০ হাজার প্রবাসী।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top