সিডনী বৃহঃস্পতিবার, ১৬ই জানুয়ারী ২০২৫, ৩রা মাঘ ১৪৩১


হাংঝু ডিয়ানজি ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল ২০২৪

ফেস্টিভ্যালে সবচেয়ে আকর্ষণীয় বুথ হিসেবে সর্বাধিক ভোট বাংলাদেশ


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৪ ১৯:১৬

আপডেট:
৫ ডিসেম্বর ২০২৪ ১৯:১৬

সংগৃহীত ছবি

চীনের হাংঝু ডিয়ানজি ইউনিভার্সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল ২০২৪। এতে অন্য দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরাও নিজেদের সংস্কৃতি তুলে ধরেন।

কালচারাল ফেস্টিভ্যালে বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে ধরতে আলাদা আলাদা বুথ স্থাপন করা হয়। সেখানে সবচেয়ে আকর্ষণীয় বুথ হিসেবে সর্বাধিক ভোট পেয়েছে বাংলাদেশি বুথ।

ফেস্টিভ্যালে নিজস্ব সংস্কৃতি উপস্থাপন করতে অংশ নেয় মরক্কো, কাজাখস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, উজবেকিস্তানসহ ১৫টি দেশ।

বাংলাদেশি বুথে উপস্থাপন করা হয় বাংলাদেশি বিভিন্ন পোশাক ও খাবার। খাবারের তালিকায় ছিল সিঙাড়া, ফিরনি, ফুচকাসহ জনপ্রিয় সব স্ট্রিটফুড আইটেম। এছাড়াও ছিল রঙিন আলপনা ও হাতে মেহেদি দেওয়ার ব্যবস্থা। যা ছিল অন্য দেশের নাগরিকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশি সংস্কৃতিতে মুগ্ধ চীনের হাংঝু ডিয়ানজির শিক্ষার্থীরা

ফেস্টিভ্যালের সবশেষ আয়োজন ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান ও নাচ পরিবেশন করেন বাংলাদেশি শিক্ষার্থীরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top