সিডনী বৃহঃস্পতিবার, ১৬ই জানুয়ারী ২০২৫, ৩রা মাঘ ১৪৩১


প্রবাসীদের জন্য পাসপোর্টের তথ্য সহজলভ্য করল অন্তর্বর্তী সরকার


প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৫ ১৪:৫৮

আপডেট:
৯ জানুয়ারী ২০২৫ ১৪:৫৯

ফাইল ছবি

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের হয়রানির অবসানে পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে পাসপোর্টের তথ্য পেতে দূতাবাসে লাইনে দাঁড়াতে হবে না। পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি মোবাইলে এসএমএসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন। এতে হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

উপপ্রেস সচিব জানান, শুরু থেকেই প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নতুন এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের ১ লাখ ৯৭ হাজার এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) আবেদন পেন্ডিং অবস্থায় ছিল।

গত তিন সপ্তাহে এর মধ্যে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে এবং খুব শিগগিরই এগুলো সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যেই প্রবাসীরা তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

সরকার প্রবাসীদের ই-পাসপোর্ট প্রদানের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

ই-পাসপোর্ট চালু হলে প্রবাসীদের আর পাসপোর্টসংক্রান্ত সমস্যায় পড়তে হবে না।

তিনি আরও বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই-তিন বছরে এই সমস্যা আর থাকবে না। যারা আবেদন করেছেন, তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top