সিডনী বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১


বাংলাদেশে কওমি মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা : মু: মাহবুবুর রহমান 


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২১ ১৮:৫৮

আপডেট:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৪৯

ছবিঃ শিক্ষা মন্ত্রী দীপু মনি

 

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশে কওমি মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৯ মার্চ) শিক্ষামন্ত্রী দীপু মনি এই নির্দেশনার কথা জানিয়েছেন। 

শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে। যার অন্যতম একটি নির্দেশনা হচ্ছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান তথা প্রাক-প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ রাখা। 

শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিশেষ অনুরোধে কওমি মাদ্রাসাগুলো চালুর অনুমতি দেয়া হয়েছিল।  

‘‘কিন্তু এখন করোনাভাইরাসের সংক্রমণ অনেক গুণ বেড়ে গেছে। অনেকে মারা যাচ্ছেন। আজও অনেকে মারা গেছেন। এ জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কওমি মাদ্রাসাগুলো এর অন্তর্ভুক্ত থাকবে।’’ 

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের স্কুল-কলেজ আগামী ২৩ মে খোলার কথা। বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে আগামী ২৪ মে। তবে ঐ তারিখেও শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা তা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। 

 

মু: মাহবুবুর রহমান
নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top