‘যেই ক্ষমতায় আসুক ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে’


প্রকাশিত:
৪ মে ২০২১ ১৯:২০

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৩৯

 

প্রভাত ফেরী: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন, তাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম থাকবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে।

নির্বাচনে মমতার বিজয়ে তিস্তার পানি চুক্তি আবার ঝুলে যাবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আমরা আগের মতোই কাজ করে যাব।এতে কোনো সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top