সিডনী মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪, ৫ই চৈত্র ১৪৩০


আবারো আলোচনায় এসেছে সুইস ব্যাংকে বাংলাদেশীদের টাকা নিয়ে


প্রকাশিত:
১৯ জুন ২০২১ ২০:১৯

আপডেট:
১৯ মার্চ ২০২৪ ১৭:১৩

 

প্রভাত ফেরী: সবশেষ তথ্য অনুযায়ী, সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমানত রয়েছে পাঁচ হাজার ২৯১ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ৩৭৬ কোটি টাকা কম। এসব নিয়ে আবারো আলোচনায় এসেছে সুইস ব্যাংকে বাংলাদেশীদের টাকা নিয়ে।

২০১৯ সালে টাকার পরিমাণ ছিল পাঁচ হাজার ৬৬৮ কোটি টাকা। কর ফাঁকির আন্তর্জাতিক স্বর্গ হিসেবে পরিচিত ব্যাংকস ইন সুইজারল্যান্ড ক’বছর হলো কিছুটা জবাবদিহির মধ্যে এসেছে। আগে তারা অর্থের উৎস প্রকাশ করত না। এখন তারা সুনির্দিষ্ট তথ্য না দিলেও দেশভিত্তিক আমানতের টাকার পরিমাণ প্রকাশ করছে।

২০০২ সনে বিশ্বব্যাপী অর্থ পাচার রোধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন কার্যকর হওয়ার পর বার্ষিক ভিত্তিতে আমানতের হিসাব দিচ্ছে সুইজারল্যান্ড। এসব কারণে অনেকেই সুইস ব্যাংকে টাকা আমানত রাখতে উৎসাহী হচ্ছেন না।

যারা আগে সুইস ব্যাংকে টাকা রাখতেন তারা এখন বেছে নিচ্ছেন লুক্সেমবার্গ, পানামা, বৃটিশ ভার্জিন, বার্মুডা, ও সিঙ্গাপুরকে।

সুইজারল্যান্ডের সংবিধান ও ব্যাংকিং আইন অনুসারে, গ্রাহকদের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান। তবে কোন কোন বাংলাদেশী টাকা জমা রেখেছেন সুইস ব্যাংকের বার্ষিক রিপোর্টে তার উল্লেখ নেই।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেছেন, সুইস ব্যাংকে গচ্ছিত টাকার মধ্যে সবই পাচার হওয়া নয়। এর মধ্যে যারা সুইজারল্যান্ডে কাজ করছেন তাদের টাকাও রয়েছে।

তিনি বলেছেন, বাংলাদেশ থেকে বৈধভাবে টাকা নেয়ার অনুমতি দেয়া হয়নি। পাচার হওয়া টাকা ফেরৎ আনার প্রক্রিয়া খুবই জটিল। নানাভাবে চেষ্টা করছে বাংলাদেশ।

উল্লেখ্য যে, ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১০ বছরে বাংলাদেশ থেকে সাড়ে চার লাখ কোটি টাকা পাচার হয়েছে। কীভাবে এই বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে এর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

গ্লোবাল ফিক্সড ইনকাম রিয়েলাইজেশন (জিএফআইআর) এর মতে, বিদেশ থেকে পণ্য আমদানি মুল্য কম দেখানো, হুন্ডি ও ভিওআইপি ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাচার হচ্ছে। টাকা পাচারে বিশ্বের ৩০টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে।

সংস্থাটির কাছে তথ্য রয়েছে, বাংলাদেশের মোট বাণিজ্যের প্রায় ২০ শতাংশই নানা পন্থায় পাচার হয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: ভয়েচ অব আমেরিকা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top