সন্ধ্যায় আঘাত হানবে গুলাব, বন্দরগুলোতে সতর্কতা


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২১ ২১:৩২

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৫:২৯

 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাব দেশের উত্তর-পূর্ব দিকে উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এর প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দর ও নদীবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে— এমন আশঙ্কায় সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোতে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এসময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। শনিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে ময়মনসিংহ ও সিলেটে কোনো বৃষ্টি হয়নি। রংপুরে সামান্য বৃষ্টি হয়েছে। এসময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঢাকায়, ৫৩ মিলিমিটার। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top